লি ইয়ুগাং
2021-09-26 12:50:29

লি ইয়ুগাং ১৯৭৮ সালের ২৩ জুলাই চীনের চিলিন প্রদেশের গোংজুলিং শহরে জন্মগ্রহণ করেন। তিনি চীনের মূল-ভূভাগের একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী এবং চায়না ন্যাশনাল অপেরা এন্ড ডান্স ড্রামা থিয়েটারের জাতীয় পর্যায়ের প্রথম শ্রেণীর অভিনেতা। ঐতিহ্যবাহী চীনা অপেরা ও গীতিনাট্যসহ বিভিন্ন শৈল্পিক উপাদান তাঁর পরিবেশনার অন্যতম বৈশিষ্ট্য। ১৯৯৬ সালে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে স্নাতক হবার পর তিনি চিলিন শিল্প ইউনিভার্সিটিতে ভর্তি হন। কিন্তু পরিবার দরিদ্র্য হবার কারণে অচিরেই তাঁকে ইউনিভার্সিটি ত্যাগ করতে হয়। যখন তাঁর বয়স ১৯ বছর, তখন তিনি শুধু দুইশ’ ইউয়ান নিয়ে চাকরি খুঁজতে বের হন।

লি ইয়ুগাং_fororder_src=http___5b0988e595225.cdn.sohucs.com_images_20190321_f0913d91ab644a5c9f9834878bc5aea6.jpeg&refer=http___5b0988e595225.cdn.sohucs

বন্ধুরা, লি ইয়ুগাংয়ের জীবনের আরো গল্প একটু পরে বলব। তবে আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের শুরুতে আমি আপনাদের তাঁর একটি গান শোনাব, কেমন? গানের নাম ‘দূরে থেকেও একসঙ্গে’। 

লি ইয়ুগাং_fororder_src=http___5b0988e595225.cdn.sohucs.com_images_20190701_03e8d021dce641a4856dd2dbb419a1a6.jpeg&refer=http___5b0988e595225.cdn.sohucs

জীবনে অনেক চড়াই-উতরাই পার করেছেন এই শিল্পী। ছোট গ্রাম থেকে বড় ছাং ছুন শহরে এসে তিনি রেস্তোঁরায় সেবক হিসেবে কাজ করেছেন। অন্যান্য শহরের ছোট কারাওকে বারে গান গেয়েছেন। চিলিন শহরে তিনি পোশাকের দোকান খুলেছেন। ভিডিও দোকানে কাজ করার সময়ে দিনে তিনি কাজের ফাকে বিভিন্ন ধরণের গান গাওয়ার পদ্ধতি শিখেছেন এবং রাতে নাইটক্লাবে কাজ করেছেন। খুব এক আকস্মিক সুযোগে তিনি পুরুষ ও নারী উভয় কণ্ঠে একটি গান গেয়ে আলোড়ন তৈরি করেন। এই সুযোগের পর তিনি অখ্যাত একজন ছোট নায়ক থেকে এক বৈশিষ্ট্যময় পথ খুঁজে পান। ২০০৬ সালে তিনি সিসিটিভি’র এক অনুষ্ঠানে অংশ নিয়ে বার্ষিক ব্রোঞ্জ-আপ হন।

লি ইয়ুগাং_fororder_src=http___ww1.sinaimg.cn_mw690_002hYjDygy1guolvsw5vuj61900u0tbb02&refer=http___www.sina

২০০৯ সালে লি ইয়ুগাং সিডনি অপেরা হাউসে একক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেন এবং সিডনি পৌর সরকারের ‘সাউদার্ন ক্রস কালচারাল গোল্ড অ্যাওয়ার্ড’ জিতেন। একই বছর তিনি আনুষ্ঠানিকভাবে চায়না ন্যাশনাল অপেরা এন্ড ডান্স ড্রামা থিয়েটারে যোগ দেন। ২০১০ সালে তিনি সারা বিশ্বে ৩০টিরও বেশি ভ্রাম্যমান সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করার পাশাপাশি তাঁর প্রথম অ্যালবাম ‘নতুন মাতাল সৌন্দর্য’ প্রকাশ করেন।  

লি ইয়ুগাং_fororder_src=http___inews.gtimg.com_newsapp_match_0_10378548157_0&refer=http___inews.gtimg

২০১১ সালে লি ইয়ুগাংয়ের বৃহদাকার গান ও নাচ নাটকের সারা বিশ্বে ৩০টিরও বেশি ভ্রাম্যমান শো অনুষ্ঠিত হয়। একই বছর তিনি ‘স্বপ্ন’ নামে অ্যালবাম প্রকাশ করেন। ২০১২ সালে তিনি প্রথমবারের মতো সিসিটিভির বসন্ত উত্সবে গান পরিবেশন করেন এবং এরপর সিসিটিভি’র অন্য একটি অনুষ্ঠানে ‘স্বপ্ন’ গানটি পরিবেশন করেন।

লি ইয়ুগাং_fororder_src=http___nimg.ws.126.net__url=http%3A%2F%2Fdingyue.ws.126.net%2F2021%2F0828%2Fa00c8e4dj00qyibw50013d200e70099g00dy0093&thumbnail=650x2147483647&quality=80&type=jpg&refer=http___nimg.ws.126

কেমন লেগেছে গানটি আপনাদের? নিশ্চয়ই ভাল লাগার কথা, তাইনা? সিসিটিভি’র মঞ্চ চীনের সর্বোচ্চ মঞ্চ। সেখানে পরিবেশন করা অনেক  গর্বের বিষয়। ২০১৩ সালে লি ইয়ুগাং আবার সিসিটিভি’র বসন্ত উত্সবে গান পরিবেশন করেন। এবার শেনচৌ-৯ নভোচারীর পরিবেশনার সঙ্গে  তিনি ‘ছাং এ’ নামের গানটি পরিবেশন করেন। ২০১৭ সালে তিনি সিসিটিভি’র লণ্ঠন উত্সবের এক সান্ধ্য পার্টিতে ‘ঠিক তোমার সাথে দেখা করি’ গানটি পরিবেশন করেন। 

লি ইয়ুগাং_fororder_b90e7bec54e736d11fbbf68899504fc2d4626981

ইয়ুগাংয়ের আরেকটি গান দিয়ে আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানটি শেষ করছি। গানের নাম ‘শরত্কালের চাঁদ’। (প্রেমা/এনাম)