ফিল্ম বক্সের ‘দূত’ চীন এবং মধ্য ও পূর্ব ইউরোপর মধ্যে সাংস্কৃতিক বিনিময় উন্নত করেছে
2021-09-29 16:46:28

চায়না মিডিয়া গ্রুপের সংবাদদাতা ১১তম বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব থেকে জানতে পারেন যে, জাতীয় চলচ্চিত্র ব্যুরোর উদ্যোগে ‘মধ্য ও পূর্ব ইউরোপীয় দেশগুলির চমত্কার চলচ্চিত্র প্রদর্শনী ২০২১’-এর প্রদর্শনী অনুষ্ঠান সুষ্ঠুভাবে হয়েছে এবং দ্রুত দর্শকরা পূর্ব ইউরোপীয় দেশগুলির চমত্কার চলচ্চিত্র উপভোগ করতে পারবে।

 

জানা গেছে, সার্বিয়ান চলচ্চিত্র ‘বাচ্চাদের খোঁজার দূর পথ’ এবার ‘মধ্য ও পূর্ব ইউরোপীয় দেশগুলির চমত্কার চলচ্চিত্র প্রদর্শনী ২০২১’-এর প্রদর্শনীর তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এই চলচ্চিত্র তৃতীয় হাইনান আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব ‘গোল্ডেন কোকোনাট’ পুরস্কারের ‘সেরা চলচ্চিত্র পুরস্কার’-এর জন্য মনোনীত হয়েছে। তালিকার অন্য একটি চলচ্চিত্র, বুলগেরিয়ান চলচ্চিত্র ‘গৌরব’ ৬৯তম লোকার্নো আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের গোল্ডেন চিতাবাঘ পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। পাশাপাশি ডন কিওটি পুরস্কারের ‘বিশেষ মনোনয়ন পুরস্কার’ পেয়েছে। গ্রিক চলচ্চিত্র ‘ALL THE PRETTY LITTLE HORSES’ ২৩তম সাংহাই আন্তর্জাতিক উত্সবের গোল্ডেন গবেলট পুরস্কারের ‘সেরা চলচ্চিত্রের’ জন্য মনোনীত হয়েছে। তা ছাড়া রোমানিয়া চলচ্চিত্র ‘ডাক্তারস’সহ বিভিন্ন চমত্কার চলচ্চিত্র আছে।

 

সাম্প্রতিক বছরগুলিতে চীন এবং মধ্য ও পূর্ব ইউরোপীয় দেশগুলির মধ্যে চলচ্চিত্র সংস্কৃতির বিনিময় আরও ঘনিষ্ঠ হয়ে উঠেছে। চলচ্চিত্র উত্সব, চলচ্চিত্র সপ্তাহের মতো বিভিন্ন প্রচার ও প্রদর্শনী আয়োজন করা হচ্ছে। যেমন, চীনা চলচ্চিত্র আর্কাইভ সাম্প্রতিক বছরগুলিতে চীনে গ্রিক চলচ্চিত্র প্রদর্শনী এবং সার্বিয়ান চলচ্চিত্র প্রদর্শনী আয়োজন করেছে এবং বসনিয়া-হার্জেগোভিনায় গিয়ে একটি চীনা চলচ্চিত্র প্রদর্শনীও আয়োজন করেছে। চীনা চলচ্চিত্র আর্কাইভের দায়িত্বশীল ব্যক্তি থান ইয়েন রং বলেন, চীনের কার্টুন, অ্যাকশন চলচ্চিত্র এবং চীনা জনগণের জীবনের বর্তমান পরিস্থিতির চলচ্চিত্র ইউরোপীয় দর্শকদের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয়।

 

জাতীয় আর্ট চলচ্চিত্র প্রজেকশন ইউনিয়নের প্রকল্প নেতা ওয়াং সিয়াও নান বলেন, এবার চলচ্চিত্র প্রজেকশন ইভেন্টের নির্বাচিত চলচ্চিত্রগুলি সাম্প্রতিক বছরগুলিতে তৈরি বিভিন্ন দেশের সেরা ছবি। চলচ্চিত্র বক্সের ‘দূত’ নামের চলচ্চিত্র বিভিন্ন দেশের মানুষের মধ্যে বোঝাপড়া এবং যোগাযোগের একটি সেতু প্রতিষ্ঠা করে।