‘আগের তুমি’
2021-09-30 16:18:00

‘আগের তুমি’_fororder_xu

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী সুই ওয়েই-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

 

সুই উই ১৯৬৮ সালের ২১ জুলাই চীনের সানসি প্রদেশের সি’আন শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের রক মহলের বিখ্যাত একজন গায়ক।

১৯৮৪ সালে যখন সুই উই-এর বয়স ১৬ বছর, তখন তিনি গিটার বাজানো শিখতে শুরু করেন এবং রক সংগীতের প্রেমে পড়েন।

 

১৯৮৬ সালের এপ্রিল মাসে, সুই উই জন্মস্থান সি’আন শহরের প্রথম গিটার-সংগীত প্রতিযোগিতায় প্রথম পুরস্কার লাভ করেন। এরপর তিনি জীবনের প্রথম গানটি রচনা করেন।

 

১৯৯০ সালের শেষ নাগাদ সেনাবাহিনীতে সামরিক সেবা প্রদান শেষ করে সুই উই সংগীতজীবন শুরু করেন।

 

১৯৯১ সালে সুই উই ‘ডোন্ট ক্রাই বেবি’সহ শতাধিক গান রচনা করেন। তিনি স্থানীয় সর্বাধিক গান রচনাকারী একজন গীতিকারের খেতাব অর্জন করেন।

 

১৯৯৩ সালের জুন মাসে, সুই উই সি’আন শহরের শ্রেষ্ঠ গীতিকার ও সুরকারকে নিয়ে ‘ফেই’ নামে একটি সংগীতদল গঠন করেন। তিনি সংগীতদলে গিটার বাজানো এবং সুর রচনার দায়িত্ব পালন করেন। ১৯৯৪ সালের অক্টোবর মাসে সুই উই চীনের রাজধানী বেইজিংয়ের একটি সংগীত কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হন।
 

বন্ধুরা, এখন শুনুন সুই ওয়েই-এর গান ‘আগের তুমি’। গানের কথাগুলো এমন: আশা করতাম, তরবারি নিয়ে পৃথিবীর শেষ প্রান্তে যাবো। এই বিশ্বের সমৃদ্ধি দেখবো। এখন তোমার প্রিয় মেয়ে, আর দেখা যায় না। দুঃখ আছে, চমত্কার মুহূর্ত আছে। আচ্ছা, শুনুন এই গান।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন সুই ওয়েই-এর গান ‘জন্মস্থান’। গানের কথায় বলা হয়: সূর্যাস্ত আমার মুখকে লাল করে দেয়। আমার হৃদয় অস্থির হয়ে ওঠে। এটা কেমন এক জায়গা, কোনো কিছুই নেই, শুধু সেই দীর্ঘ যাত্রা- কত লম্বা! বাইরে থাকার প্রত্যেক ঠান্ডা রাতে, জন্মস্থানে ফিরে যাওয়ার ইচ্ছা আমার হৃদয়কে ব্যথিত করে।

আচ্ছা, শুনুন এই গান।

 

প্রিয় বন্ধুরা, এবারে শুনুন সুই ওয়েই-এর গান ‘ভ্রমণ’। গানের কথাগুলো এমন: রাতের বাতাস পাইন গাছের মাঝ দিয়ে বয়ে যায়। এই শহরের শান্ত জায়গায় বসে আছি, শুধু সবুজ পাহাড় সাদা মেঘের মাঝে আছে। প্রজাপতি নদীর মধ্যে ওড়ে। দেখো, পাখিগুলো বাসার দিকে যাচ্ছে। কে আমাদের এই পৃথিবীকে এত সুন্দর করেছে। আচ্ছা, শুনুন এই গান।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন সুই ওয়েই-এর আরেকটি গান। গানের নাম ‘নিখুঁত জীবন’। গানের কথাগুলো এমন: যৌবনের দিনগুলো, আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। শুধু কারণ আমাদের বুকে, স্বপ্ন জ্বলে। আচ্ছা, এই সময় চলে যাক, এই আবেগ উপভোগ করি, এই একাকী অনুভূতি থাকুক। এই আনন্দ, এই দুঃখ, এটাই হলো আমার নিখুঁত জীবন।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী সুই ওয়েই-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)