যুক্তরাষ্ট্রে ধনী-দরিদ্রের ব্যবধানের প্রতিবাদ প্রসঙ্গে: সিএমজি সম্পাদকীয়
2021-10-20 20:32:05

যুক্তরাষ্ট্রে ধনী-দরিদ্রের ব্যবধানের প্রতিবাদ প্রসঙ্গে: সিএমজি সম্পাদকীয়_fororder_342ac65c10385343fcd1c61a0fe6fb77cb8088e9

অক্টোবর ২০: সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বিখ্যাত ল্যান্ডমার্ক ওয়াল স্ট্রিট কপার বুলের কাছে ১০ হাজার কোলা রেখে যুক্তরাষ্ট্রে ধনী ও দরিদ্রের মধ্যে ব্যবধানের প্রতিবাদ করা হয়। আর সামনে রাখা হয় একটি নতুন গরিলা ভাস্কর্য। কোলা শব্দের  মার্কিন ইংরেজিতে আরেকটি অর্থ হলো পাগল।
বর্তমান যুক্তরাষ্ট্রে ধনী ও দরিদ্রের মধ্যে ব্যবধান অনেক বেশি। যুক্তরাষ্ট্রের ১০ শতাংশ সবচেয়ে ধনী মানুষ সেদেশের ৮৯ শতাংশ স্টক এবং টাকার মালিক। এদিকে যুক্তরাষ্ট্রে ১ শতাংশ শীর্ষ আয়ের অতি ধনী মানুষের সম্পদ মধ্যবিত্তের মোট সম্পদের যোগফলকে ছাড়িয়ে গেছে। 
যুক্তরাষ্ট্রে ধনী-দরিদ্রের ব্যবধানের প্রতিবাদ প্রসঙ্গে: সিএমজি সম্পাদকীয়_fororder_9d82d158ccbf6c8145295c2be870fd3c32fa40aa

সম্প্রতি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি জরিপে বলা হয়, ৪০ শতাংশ পরিবার গুরুতর সংকটে পড়েছে। মহামারীতে মার্কিন দরিদ্র মানুষের অবস্থা আরো খারাপ হয়েছে। 
পরিসংখ্যানে বলা হয়, ২০২০ সালে মার্কিন বড় আকারের কোম্পানিগুলোর সিইওদের আয় ১৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অথচ সাধারণ শ্রমিকের বেতন মাত্র ১.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। 
মার্কিন বিক্ষোভকারীরা ১০ হাজার কোলা ও গরিলা ভাস্কর্য দিয়ে মার্কিন রাজনীতিবিদদের প্রতি অনাস্থাই যেন প্রকাশ করেছেন। (ছাই/আলিম)