বিদেশি বিনিয়োগের প্রবেশ আরো সহজ করবে চীন
2021-10-23 19:23:20

অক্টোবর ২৩: চীনের বাণিজ্য মন্ত্রণালয় গতকাল (শুক্রবার) ‘চতুর্দশ পাঁচসালা’ চলাকালে বিদেশি বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে একটি পরিকল্পনা প্রকাশ করেছে।

পরিকল্পনা অনুযায়ী, ‘চতুর্দশ পাঁচসালা’ চলাকালে চীন আইন, পরিবহন, অর্থ, তথ্য স্থানান্তর, এবং শিক্ষা ও চিকিত্সাসহ বিভিন্ন ক্ষেত্রে বিদেশি বিনিয়োগ প্রবেশে বিদ্যমান বিধিনিষেধ আরো শিথিল করবে, এবং বৈদেশিক উন্মুক্তকরণকে আরো উচ্চ মানের দিকে এগিয়ে নেবে।

পরিকল্পনা মতে, ‘চতুর্দশ পাঁচসালা’ শুরু হওয়ার পর থেকে চীনের বিদেশি পুঁজির ব্যবহারের আকার সারা বিশ্বে শীর্ষে রয়েছে। বিদেশি বিনিয়োগের কাঠামো আরো সুবিন্যস্ত হয়েছে। বিদেশি বিনিয়োগ, বৈদেশিক বাণিজ্য এবং পণ্য বিক্রির প্রচারের যৌথ ভূমিকা আরো জোরদার হয়েছে।

পরিকল্পনায় উল্লেখিত প্রত্যাশিত পরিমাণ সূচক অনুযায়ী, ২০২৫ সাল নাগাদ চীনে বাস্তব ব্যবহৃত বিদেশি বিনিয়োগের পরিমাণ ৭০০ বিলিয়ন ডলারে দাঁড়াবে, এবং উচ্চ প্রযুক্তি শিল্পে এ পরিমাণ ৩০ শতাংশে পৌঁছাবে।

বিদেশী বিনিয়োগের প্রবেশাধিকারে বিদ্যমান বিধিনিষেধ শিথিল করার প্রধান খাত প্রসঙ্গে পরিকল্পনায় বলা হয়েছে, সুশৃঙ্খলভাবে টেলিযোগাযোগ, ইন্টারনেট, শিক্ষা, সংস্কৃতি, ও চিকিত্সাসহ বিভিন্ন ক্ষেত্রের উন্মুক্তকরণ এগিয়ে চলবে। স্থিতিশীলভাবে পুঁজি বাজারের বৈদেশিক উন্মুক্ততা আরো গভীরতর করা হবে। শ্রেষ্ঠ বিদেশী বিনিয়োগকারীদের তালিকাভুক্ত কোম্পানিগুলোর জন্য কৌশলগত বিনিয়োগের শর্ত শিথিল করা হবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের উপাত্ত অনুসারে, ‘ত্রয়োদশ পাঁচসালা পরিকল্পনা’ চলাকালে চীনে নতুন প্রতিষ্ঠিত বিদেশি পুঁজি শিল্পপ্রতিষ্ঠান, এবং বাস্তব ব্যবহৃত বিদেশি বিনিয়োগের পরিমাণ ‘দ্বাদশ পাঁচসালা পরিকল্পনা’ বাস্তবায়নকালের তুলনায় যথাক্রমে ৬১.৮ শতাংশ এবং ১০.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বিশ্বব্যাপী বহুজাতিক বিনিয়োগ পরিমাণের হিসেবে চীনে বিদেশি বিনিয়োগের পরিমাণ ২০১৫ সালের ৬.৭ শতাংশ থেকে বেড়ে ২০২০ সালে ১৫ শতাংশে দাঁড়িয়েছে। (ইয়ু/এনাম/সুবর্ণা)