তাইওয়ানকে রক্ষায় মার্কিন মন্তব্যের তীব্র বিরোধিতা চীনের
2021-10-23 16:31:09

অক্টোবর ২৩: সম্প্রতি মার্কিন নেতারা ‘তাইওয়ানকে রক্ষার’ প্রতিশ্রুতি দিয়েছেন। এর জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন গতকাল (শুক্রবার) বেইজিংয়ে এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রেখেছেন।

তিনি বলেন, মার্কিনীদের বাস্তবে ‘একচীন’ নীতি ও চীন-মার্কিন তিনটি যৌথ ইস্তাহারের নীতিমালা মেনে চলতে হবে, এবং তাইওয়ান ইস্যুতে তাদের  দায়িত্বশীল মন্তব্য করতে হবে।

তিনি বলেন, তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ, তাইওয়ান ইস্যু পুরোপুরি চীনের অভ্যন্তরীণ ব্যাপার। এতে কোনো বৈদেশিক হস্তক্ষেপ সহ্য করা হবে না।

চীনা মুখপাত্র বলেন, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও ভৌগলিক অখণ্ডতা নিয়ে কোনো ধরণের আপসের সম্ভাবনা নেই। রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও ভৌগলিক অখণ্ডতা রক্ষায় ১৪০ কোটি চীনা জনগণের দৃঢ় প্রতিজ্ঞার অবমূল্যায়ন করা চলবে না।

মার্কিনীদের তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের কাছে যে কোনো ভুল ইঙ্গিত প্রদান না-করার তাগিদ দেন তিনি।

দ্বিপাক্ষিক সম্পর্ক এবং তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতা লঙ্ঘন না-করতে চীন যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে বলেও মন্তব্য করেন তিনি। (সুবর্ণা/এনাম/আনন্দী)