যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি ২.৭৭ ট্রিলিয়ন ডলার
2021-10-23 16:49:07

অক্টোবর ২৩: গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রের চলতি বছরের বাজেট ঘাটতির পরিমাণ ছিল ২.৭৭ ট্রিলিয়ন মার্কিন ডলার, যা দেশটির ইতিহাসে বাজেট ঘাটতির দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড। সংবাদ সংস্থা এপি গতকাল (শুক্রবার) এ খবর জানায়।

বিশেষজ্ঞদের মতে, চলতি বছরের বাজেট ঘাটতি এবং ২০২০ সালের ৩.১৩ ট্রিলিয়ন ডলারের সর্বোচ্চ বাজেট ঘাটতি প্রমাণ করেছে, করোনা মহামারী মার্কিন অর্থনীতির ওপর মারাত্মক প্রভাব ফেলেছে।

মার্কিন অর্থমন্ত্রণালয়ের ব্যবস্থাপনা ও বাজেট কার্যালয়ের যৌথ এক প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালে সে দেশের সরকারি ব্যয় ৪.১ শতাংশ বেড়ে ৬.৮২ ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। সরকারি রাজস্ব আয়ের ১৮.৩ শতাংশ দিয়ে এর সমতাবিধান করা হয়েছে।

মার্কিন কংগ্রেসের বাজেট কার্যালয়ের অনুমান অনুযায়ী, গত ১ অক্টোবরের পর থেকে সেদেশের বার্ষিক বাজেট ঘাটতি ১.১৫ ট্রিলিয়ন ডলারে নামতে পারে। আর ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত তিন বছর সময়ে তা ১ ট্রিলিয়ন ডলারে নেমে আসবে। তারপর থেকে ২০৩১ সাল পর্যন্ত এটি আবার প্রতিবছর ১ ট্রিলিয়ন ডলার ছাড়াবে। (ইয়ু/এনাম/সুবর্ণা)