মার্কিন বিশেষ দূতের দক্ষিণ কোরিয়া সফর
2021-10-23 18:37:50

অক্টোবর ২৩: মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর কোরিয়া-বিষয়ক বিশেষ দূত সোং কিম গতকাল (শুক্রবার) সিউল পৌঁছান। দক্ষিণ কোরিয়ার তথ্যমাধ্যম এ খবর নিশ্চিত করেছে।

আজ তিনি দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোরীয় উপদ্বীপের শান্তি ও নিরাপত্তা-বিষয়ক বিশেষ প্রতিনিধি নোহ কিউ-দুকের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

বৈঠকে তাঁরা কোরীয় উপদ্বীপের পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। কোরীয় উপদ্বীপের যুদ্ধাবস্থার অবসানের ঘোষণা নিয়েও আলোচনা করে উভয় পক্ষ।

গণমাধ্যমের খবরে বলা হয়, দক্ষিণ কোরিয়া মনে করে, যুদ্ধ সমাপ্তির ঘোষণা হচ্ছে পারস্পরিক আস্থা তৈরি এবং উত্তর কোরিয়াকে সংলাপে ফিরিয়ে আনার প্রয়োজনীয় একটি ব্যবস্থা। দক্ষিণ কোরিয়া বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে জোরালোভাবে যুদ্ধ সমাপ্তি ঘোষণা প্রকাশের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে।

পূর্বে যুক্তরাষ্ট্র এমন ঘোষণা নিয়ে সর্তক অবস্থান ব্যক্ত করেছিল। তবে এবার সোং কিমের দক্ষিণ কোরিয়া সফরকালে যুদ্ধ সমাপ্তি ঘোষণা নিয়ে মার্কিন অবস্থান সকলের নজর কেড়েছে।

গত ১৯ অক্টোবর ওয়াশিংটনে সোং কিম জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও ওশেনিয়ানবিষয়ক ব্যুরোর মহাপরিচালক ফুনাকোশি তাকেহিরোর সঙ্গেও এক বৈঠক করেন।

তাতে সোং কিম বলেন, যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার প্রতি বৈরী নয়। তারা বিনা শর্তে সংলাপে বসতে তৈরি রয়েছে।  (ইয়ু/এনাম/সুবর্ণা)