জানুয়ারি থেকে ক্লাস বাড়ানোর পরিকল্পনা: শিক্ষামন্ত্রী
2021-10-23 16:57:38

অক্টোবর ২৩: বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী জানুয়ারি থেকে ক্লাসের সংখ্যা বৃদ্ধি করা হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষা শেষে জানুয়ারিতে নতুন ক্লাস শুরু হলে ক্লাসের সংখ্যা বাড়ানো হবে বলে জানান তিনি।

জানুয়ারি থেকে ক্লাস বাড়ানোর পরিকল্পনা: শিক্ষামন্ত্রী_fororder_3

শনিবার চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির নবনির্মিত কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। শ্রেণিকক্ষে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার মত এত পরিমাণ জায়গা নেই উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, এই মুহূর্তে ক্লাসের সংখ্যা বাড়ানোর আর কোনো সুযোগ নেই। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে জানুয়ারি থেকে ক্লাস বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

 ঐশী/শান্তা