২০২২ সালে সুপারসনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করবে যুক্তরাষ্ট্র
2021-10-23 16:29:42

অক্টোবর ২৩: গতকাল (শুক্রবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন আগামী বছর যুক্তরাষ্ট্র সুপারসনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করবে উল্লেখ করে এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের আসল উদ্দেশ্য জানতে চান।

চীনা মুখপাত্র ওয়াং বলেন, যুক্তরাষ্ট্রের উচিত্ বিভিন্ন দেশের প্রতিরক্ষা শক্তির স্বাভাবিক উন্নয়ন অধিকারকে সম্মান করা, এবং ‘চীনা হুমকি’সহ নানা অবান্তর অজুহাতে নিজেদের সামরিক শক্তির সম্প্রসারণ বন্ধ করা।

তিনি আরো বলেন, বিশ্বের অন্যতম প্রথম দেশ হিসেবে সুপারসনিক অস্ত্র গবেষণা করছে যুক্তরাষ্ট্র। বর্তমানে তারা সুপারসনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তির উন্নয়ন এবং ট্রিলিয়ন ডলার ব্যয় করে পরমাণু শক্তি বৃদ্ধি করছে।  কিন্তু যুক্তরাষ্ট্র চীনের স্বাভাবিক মহাকাশযানের পরীক্ষার বিষয়ে অন্যায় উদ্বেগ এবং তথাকথিত ‘চীনা হুমকি’ তত্ত্ব প্রচার করছে।  

তাই যুক্তরাষ্ট্রকে তার সুপারসনিক অস্ত্র উন্নয়নের আসল উদ্দেশ্য আন্তর্জাতিক সমাজের সামনে প্রকাশ করতে হবে। কারণ মার্কিনীদের আচরণের ব্যাপারে আন্তর্জাতিক সমাজের যথেষ্ঠ উদ্বেগ রয়েছে। (সুবর্ণা/এনাম/আনন্দী)