হুয়াংহ্য নদীর প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ চীনে সবুজায়নের প্রতিচ্ছবি: সিআরআই সম্পাদকীয়
2021-10-23 19:17:58

অক্টোবর ২৩: সম্প্রতি চীনের শানতুং প্রদেশ পরিদর্শনকালে হুয়াংহ্য নদী প্রবাহিত এলাকার পরিবেশ সংরক্ষণ ও গুণগতমান উন্নয়নবিষয়ক এক সেমিনারে সভাপতিত্ব করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। সেমিনারে প্রেসিডেন্ট সি জোর দিয়ে বলেন, হুয়াংহ্য নদীর সংরক্ষণ কাজ একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। চতুর্থদশ পাঁচসালা পরিকল্পনা চলাকালে হুয়াংহ্য নদী প্রবাহিত এলাকার পরিবেশ সংরক্ষণ ও গুণগতমান উন্নয়নে কার্যকর সাফল্য অর্জনের নির্দেশনা দেন তিনি। চীন আন্তর্জাতিক বেতারের (সিআরআই) এক সম্পাদকীয়তে এসব বলা হয়।

হুয়াংহ্য নদীর প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ চীনে সবুজায়নের প্রতিচ্ছবি: সিআরআই সম্পাদকীয়_fororder_xjph

সম্পাদকীয়তে বলা হয়, চীনের দ্বিতীয় বৃহত্তম নদী হলো হুয়াংহ্য।  এটি লোকসংখ্যা ও অর্থনীতির উন্নয়নের দিক থেকে গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। বিশ্বের সর্বোচ্চ পলির ও সহজে বন্যাকবলিত হয়-এমন নদীগুলোর অন্যতম হুয়াংহ্য। গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার পর, বিশেষ করে ২০১২ সালের পর থেকে এ পর্যন্ত, হুয়াংহ্য নদীর প্রশাসন, এবং স্থানীয় আর্থ-সামাজিক উন্নয়নে বিরাট সাফল্য অর্জিত হয়েছে।

হুয়াংহ্য নদীর প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ চীনে সবুজায়নের প্রতিচ্ছবি: সিআরআই সম্পাদকীয়_fororder_xjph2

পরিদর্শনকালো চীনা প্রেসিডেন্ট হুয়াংহ্য নদীর সমুদ্রে প্রবেশ এলাকায় যান এবং স্থানীয় বদ্বীপ অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের অগ্রগতি সম্পর্কে খুঁজ নেন, এবং ভবিষ্যতে হুয়াংহ্য’র সমুদ্র প্রবেশ এলাকায় জাতীয় পার্ক নির্মাণের নির্দেশনা দেন।

 

তা ছাড়া, তিনি প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন সংশ্লিষ্ট কাজকে এগিয়ে নিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এ থেকে বোঝা যায়, চীন সরকারের কর্তাগণ প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণকে অনেক গুরুত্ব দেন। তাই পরিবেশ সংরক্ষণ কাজ সারা চীনে গুরুত্বপূর্ণ অবস্থান লাভ করেছে। চীন বাস্তব কার্যক্রমের মাধ্যমে আন্তর্জাতিক সমাজকে জানিয়েছে, বিশ্বের প্রকৃতির চ্যালেঞ্জ মোকাবিলায় আরো অবদান রাখবে বেইজিং। (সুবর্ণা/এনাম/আনন্দী)