ধর্মীয় অবমাননার মামলায় ইকবালের ৭ দিনের রিমান্ড
2021-10-23 17:03:20

 

অক্টোবর ২৩:  বাংলাদেশে কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ রাখার ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবালকে সাতদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। শনিবার দুপুরে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিথিলা জাহান নিপার আদালতে ইকবালকে হাজির করে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। পরে আদালত সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত প্রাঙ্গনে এ নিয়ে কথা বলেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর আহমেদ। তিনি জানান, “ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় গ্রেপ্তারের পর ইকবাল প্রাথমিকভাবে অপরাধ স্বীকার করেছে। কিন্তু এটি অধিকতর তদন্তের প্রয়োজন আছে। এর পেছনে কারা জড়িত। আমরা এই জিনিসগুলো উত্তর খুঁজছি সবার মত। কালকেই তাকে কক্সবাজার থেকে নিয়ে এসেছি। আমাদের একটু সময় দিন।”

পুলিশের ঐ কর্মকর্তা জানান, ইকবালের সঙ্গে ফয়সাল, হুমায়ুন এবং ইকরাম নামে আরও ৩ যুবককে জিজ্ঞাসবাদ করা হবে। তাদেরকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার সুগন্ধা পয়েন্ট থেকে ইকবালকে আটক করে পুলিশ। খবর পেয়ে রাতেই কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকারের নেতৃত্বে কুমিল্লা থেকে রওনা দেয় পুলিশের একটি টিম।

শুক্রবার দুপুরে তাকে কুমিল্লা পুলিশ লাইনে এনে প্রাথমিকভাবে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। গত ১৩ অক্টোবর কুমিল্লা মহানগরীর নানুয়ার দিঘিরপাড় পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখা নিয়ে মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় কুমিল্লার বিভিন্ন থানায় ৯ মামলায় ৭৯১ জনকে আসামি করা হয়।

আজহার/শান্তা