জাতিসংঘের নানা দায়িত্বশীল পদে চীনা মুখ
2021-10-24 18:53:39

১৯৭১ সালে জাতিসংঘে গণপ্রজাতন্ত্রী চীনের বৈধ অধিকার পুনরুদ্ধার হয়। তারপর থেকে গত ৫০ বছরে চীনের অনেক দক্ষ ব্যক্তি জাতিসংঘের মাধ্যমে বৈশ্বিক প্রশাসনে অংশগ্রহণ করেছেন। বর্তমানে জাতিসংঘের অধীনে ১৫টি বিশেষ সংস্থার ৪টির প্রধান হলেন চীনা। চীনের পেশাদার ব্যক্তিরা জাতিসংঘের কাজে চীনা মেধা ও দক্ষতা দিয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

বিশ্ব আবহাওয়া সংস্থার সহকারী মহাসচিব চাং  ওয়েন চিয়ান চায়না মিডিয়া গ্রুপকে (সিএমজি) দেয়া এক সাক্ষাত্কারে বলেন, চীন এ সংস্থার প্রতিষ্ঠাতা দেশগুলোর অন্যতম। চীনে উন্মুক্তকরণ ও সংস্কার নীতি চালু হবার পর থেকে ইতিবাচকভাবে সংস্থার নানা কাজে অংশগ্রহণ করে স্বীকৃতি পেয়েছে চীন। জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্যসহ নানা বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

১৯৭২ সালে চীন জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থার সদস্য নির্বাচিত হয়। ২০১৩ সালে তত্কালীন চীনের উপ-অর্থমন্ত্রী লি ইউং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ ভোটে সংস্থার সপ্তম মহাপরিচালক নির্বাচিত হন। ২০১৭ সালে তিনি আবার নির্বাচিত হন। তাঁর মতে, গেল ৫০ বছরে চীনে দ্রুত উন্নয়ন হয়েছে। শুরুতে চীনের অন্য দেশের সহায়তা প্রয়োজন ছিল, তবে এখন চীন অন্য দেশের শিল্পায়নে সাহায্য দিচ্ছে এবং বিশ্বের টেকসই শিল্প উন্নয় এগিয়ে নিচ্ছে। জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থার সদস্য হিসেবে চীন আরও বেশি দায়িত্ব পালন করছে। (শিশির/এনাম/আকাশ)