চীনে নতুন করে করোনা আক্রান্ত ১৩৩
2021-10-24 19:02:49

অক্টোবর ২৪: আজ (রোববার) চীনের রাষ্ট্রীয় পরিষদ করোনা মহামারীর সর্বশেষ পরিস্থিতি জানাতে এক সংবাদ সম্মেলন করেছে। 

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের রোগ নিয়ন্ত্রণ বিভাগের উপপ্রধান উ
লিয়াং জানান, গত ১৭ অক্টোবর দেশের একাধিক অঞ্চলে মহামারীর নতুন প্রকোপ দেখা দেয়ার পর থেকে গতকাল পর্যন্ত মোট ১৩৩ জন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। 

তিনি জানান, মহামারী তদন্ত ও ভাইরাস টেস্টের ফল থেকে বোঝা যায়, এবারের প্রকোপের উতস বিদেশে এবং এর কারণ ডেল্টা প্রজাতি। 

জাতীয় স্বাস্থ্য কমিশনের মুখাত্র মি ফেং জানান, গত ১৭ অক্টোবর থেকে এক সপ্তাহে দেশের ১১টি প্রদেশে নতুন রোগী দেখা দেয়। আক্রান্তের অধিকাংশের একাধিক অঞ্চল ভ্রমণ করেছেন। এজন্য সংক্রমণ আরো বাড়ার ঝুঁকি রয়েছে। 
(আকাশ/এনাম/শিশির)