দারিদ্র্যবিমোচনে চীনের সফলতার প্রশংসা জাতিসংঘ মহাসচিবের
2021-10-24 16:14:29

অক্টোবর ২৪: গতকাল (শনিবার) সিনহুয়া বার্তা সংস্থাকে দেয়া এক সাক্ষাত্কারে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস দারিদ্র্যবিমোচনে চীনের সফলতার প্রশাংস করেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ থেকে সকল চ্যালেঞ্জ মোকাবিলার আহ্বান জানান।

তিনি বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণ ও বাস্তবায়নে চীন বড় ভূমিকা পালন করছে। দারিদ্র্য বিশ্বের মূল চ্যালেঞ্জগুলোর অন্যতম। নানা ধরন ও পর্যায়ের দারিদ্র্যনির্মূলে অগ্রগতি অর্জন করেছে চীন।

তিনি বলেন, বিশ্বকে মূল্যবান অভিজ্ঞতা প্রদান করেছে চীন। দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার মাধ্যমে চীন অন্য দেশের সঙ্গে তাদের অভিজ্ঞতা শেয়ার করছে।

জাতিসংঘ মহাসচিব বলেন, দিন দিন গুরুতর অসমতা, জলবায়ু সংকট, করোনা মহামারি, ভূ-রাজনৈতিক উত্তেজনাসহ নানা সমস্যার সম্মুখীন হচ্ছে বিশ্বের নানা দেশ। তাই আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের মাধ্যমে মতভেদ দূর  করে অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার আহ্বান জানান মহাসচিব। (শিশির/এনাম/আকাশ)