যুক্তরাষ্ট্রসহ ১০ দেশের রাষ্ট্রদূতকে ‘অগ্রহণযোগ্য ব্যক্তি’ ঘোষণার নির্দেশ এরদোয়ানের
2021-10-24 16:13:48

অক্টোবর ২৪: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গতকাল (শনিবার) পররাষ্ট্র মন্ত্রণালয়কে তাঁর দেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রসহ  ১০টি দেশের রাষ্ট্রদূতকে ‘অগ্রহণযোগ্য ব্যক্তি’ হিসেবে ঘোষণা করার  নির্দেশ দিয়েছেন।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনৈক মুখপাত্র বলেছেন, তারা সংশ্লিষ্ট খবর জেনেছেন এবং তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তার ব্যাখ্যা চেয়েছেন।

তুরস্কে নিযুক্ত কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্রের দূতগণ গত ১৮ অক্টোবর সামাজিক তথ্যমাধ্যমে একটি যৌথ বিবৃতি প্রকাশ করে আটক তুরস্কের ব্যবসায়ী ওসমান কাভালার মুক্তির আহ্বান জানায়।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় গত ১৯ অক্টোবর ওই ১০ রাষ্ট্রদূতকে তলব করে তাদেরকে কূটনৈতিক নিয়ম লঙ্ঘন করে বিবৃতি প্রকাশ এবং মামলার রাজনীতিকরণের নিন্দা জানিয়েছে। (শিশির/এনাম/ আকাশ)