বেইজিং শীত্কালীন অলিম্পিক গ্রামের স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ শুরু
2021-10-24 19:01:59

অক্টোবর ২৪: সম্প্রতি বেইজিং শীত্কালীন অলিম্পিক গ্রামের স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ শুরু  হয়েছে। 

জানা গেছে, বেইজিং, ইয়ান ছিং, ও চাং চিয়া খৌয়ের তিনটি শীত্কালীন অলিম্পিক গ্রামে মোট ২,৫০০ জনেরও বেশি স্বেচ্ছাসেবক কাজ করবেন। 

তাদের মধ্যে কিছু সংখ্যকের প্রশিক্ষণ ইতোমধ্যে শুরু হয়েছে। বর্তমানে এ তিনটি গ্রামে মোট ৫০০ জন স্বেচ্ছাসেবক কাজ শুরু করেছেন।  

বেইজিং শীত্কালীন অলিম্পিক গেমসের স্বেচ্ছাসেবক বিভাগের উপপ্রধান চৌ চং ইয়ান বলেন, যারা এখন প্রশিক্ষণ নিচ্ছেন, তাঁরা ভবিষ্যতে স্বেচ্ছাসেবকদের নেতৃত্ব দেবেন। 

তিনি আরো জানান, পরিকল্পনা অনুসারে, ২০২২ সালের জানুয়ারি মাসের মাঝামাঝিতে সব স্বেচ্ছাসবক তাদের কাজ শুরু করবেন।
 
(আকাশ/এনাম/শিশির)