পায়রা সেতুর উদ্বোধন, কুয়াকাটা পর্যন্ত নিরবচ্ছিন্ন যোগাযোগ
2021-10-24 19:05:38

পায়রা সেতুর উদ্বোধন, কুয়াকাটা পর্যন্ত নিরবচ্ছিন্ন যোগাযোগ_fororder_ীাীা

অক্টোবর ২৪: যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো বাংলাদেশের পায়রা সেতু। পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালীতে খরস্রোতা পায়রা নদীতে নির্মিত এই সেতু উদ্বোধনের মাধ্যমে ঢাকা থেকে বরিশাল, পটুয়াখালী হয়ে কুয়াকাটা পর্যন্ত নিরবচ্ছিন্ন যোগাযোগ প্রতিষ্ঠিত হলো। রোববার সকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এই সেতুর উদ্বোধন করেন।

 এই সেতুটি ৪ লেনের। দৈর্ঘ্য প্রায় দেড় কিলোমিটার। নদীপৃষ্ঠ থেকে সেতুটি ১৮ দশমিক ৩০ মিটার উঁচুতে নির্মাণ করা হয়েছে। সেতুটির নকশা করা হয়েছে চট্টগ্রামের কর্ণফুলী নদীর ওপর নির্মিত শাহ আমানত সেতুর আদলে। সেতুর উভয় প্রান্তে ৭ কিলোমিটার জুড়ে নির্মাণ করা হয়েছে সংযোগ সড়ক বা সার্ভিস রোড। এ সেতুর অন্যতম বিশেষত্ব সেতুটি নির্মাণে নদীর মাঝখানে একটিমাত্র খুঁটি ব্যবহার করা হয়েছে। 
এ কারণে খরস্রোতা এই নদীর স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্থ হবে না বলে জানিয়েছেন প্রকৌশলীরা। এর আগে বরিশাল থেকে সড়ক পথে কুয়াকাটা পৌঁছুতে ৬টি ফেরি পার হতে হতো। সবশেষে এই সেতু নির্মিত হওয়ার পর বরিশাল, খুলনা ও রাজশাহী বিভাগের সঙ্গে পর্যটন নগরী কুয়াকাটা ও পায়রা বন্দর পর্যন্ত সড়ক পথ ফেরিবিহীন হলো। 
উল্লেখ্য, কুয়াকাটার পথে এই রকম আরও ৫টি সেতু নির্মাণ করেছে বর্তমান সরকার। সরকারের অগ্রাধিকার প্রকল্পের মধ্যে পায়রা সেতু একটি এবং এর মাধ্যমে দেশের দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হলো।
 সংশ্লিষ্ট সূত্র মতে, সরকার ২০১২ সালের মে মাসে পায়রা সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন দেয়। ২০১৩ সালে শুরু হয় নির্মান কাজ। পায়রা সেতুতে অর্থায়ন করেছে কুয়েত ফান্ড ফর আরব ইকোনমিক ডেভেলপমেন্ট ও ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট। নির্মাণ কাজ করেছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান লংজিয়ান রোড অ্যান্ড ব্রিজ কনস্ট্রাকশন।
আজহার/শান্তা