বৈশ্বিক উন্নয়নে সহায়তা করছে ‘এক অঞ্চল এক পথ’
2021-10-24 19:03:17

অক্টোবর ২৫: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সর্বপ্রথম ২০১৩ সালে “এক অঞ্চল এক পথ” উদ্যোগ উত্থাপন করেন। 

পরে ২০১৬ সালের ১৭ নভেম্বর উদ্যোগটিকে প্রথমবারের মতো জাতিসংঘ অধিবেশনের সিদ্ধান্তে অন্তর্ভুক্ত হয়। তাতে জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশের সমর্থন পায়। 

‘এক অঞ্চল এক পথ’ উদ্যোগ উত্থাপনের পর চীন সংশ্লিষ্ট দেশগুলোর উন্নয়নের চাহিদা অনুসারে ইতিবাচকভাবে সহযোগিতা চালিয়েছে। বিভিন্ন দেশের উন্নয়নের জন্য সুযোগসুবিধা সৃষ্টির জন্য কাজ করছে। 

সংশ্লিষ্ট তথ্য মতে, ২০১৩ থেকে ২০২০ সাল পর্যন্ত চীন ও ‘এক অঞ্চল এক পথ’ উদ্যোগ সংশ্লিষ্ট দেশসমূহের বাণিজ্যের পরিমাণ ৯.২ ট্রিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যায়। 

গত আগস্ট পর্যন্ত চীন ১৭২টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার সাথে ২০০টিরও বেশি ‘এক অঞ্চল এক পথ’ উদ্যোগ সংশ্লিষ্ট সহযোগিতামূলক দলিল স্বাক্ষর করেছে। ফলে বিশ্বের বৃহত্তম সহযোগিতামূলক মঞ্চে পরিণত হয়েছে এটি। 
(আকাশ/এনাম/শিশির)