সাম্প্রদায়িক হামলায় যারাই জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা: আইনমন্ত্রী
2021-10-24 19:30:20

সাম্প্রদায়িক হামলায় যারাই জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা: আইনমন্ত্রী_fororder_4

অক্টোবর ২৪:  বাংলাদেশের আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, দেশের সাম্প্রতিক সাম্প্রদায়িক হামলায় যারাই জড়িত থাকুন না কেন, রাজনৈতিক পরিচয় নির্বিশেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
রংপুরের সাম্প্রদায়িক সহিংসতায় ছাত্রলীগের একজন নেতার সম্পৃক্ততার বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, কেবল ছাত্রলীগ কেন, অপরাধী যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
রোববার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে জেলা জজদের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন আইনমন্ত্রী।
কুমিল্লার পূজামণ্ডপে পবিত্র কোরআন শরীফ রাখার ঘটনার জেরে দেশের বিভিন্ন জেলায় সাম্প্রদায়িক সহিংসতা ঘটে। এর মধ্যে রংপুরের পীরগঞ্জে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় র‌্যাবের হাতে গ্রেফতার সৈকত মণ্ডল ছাত্রলীগ নেতা বলে পরিচয় মিলেছে।
সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের বিষয়ে অগ্রগতি জানতে চাইলে মন্ত্রী বলেন, “আমরা আগেও বলেছি, সংখ্যালঘু সুরক্ষা আইনের বিষয়টি সামনে আসলে তড়িৎগতিতে ব্যবস্থা নেওয়া হবে।” 
রহমান/শান্তা