আপন আলোয় ৪০
2021-10-29 20:31:51

এ পর্বে অন্তরঙ্গ আলাপনে থাকছেন: নাসরিন ইসলাম

 

অন্তরঙ্গ আলাপন

আপন আলোয় ৪০_fororder_wenhua1

 

লোকসংগীতকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেন আব্বাসউদ্দিন -নাসরিন ইসলাম

আব্বাসউদ্দিন শুধু একজন শিল্পী ছিলেন না। বিশ শতকে বাংলার অবহেলিত লোকসংগীতকে তিনি বাংলা গানের মূলধারায় সংযোজন এবং সংরক্ষণ করেছিলেন। দুই বাংলাসহ বিশ্ব দরবারে লোকসংগীতকে মর্যাদার আসনে তিনিই প্রতিষ্ঠিত করেন।

ভাওয়াইয়া গান ‘রাজবংশী’ ভাষায় রেকর্ড ও প্রচারে জীবনভর অবিচল ছিলেন আব্বাসউদ্দিন। নিজে গাওয়ার পাশাপাশি, অর্থ ব্যয় করে বিভিন্ন জায়গা থেকে শিল্পী এনে গান রেকর্ড করিয়েছেন তিনি। তাঁর কারণেই এখন আমরা অনেক কিছু সংরক্ষিত অবস্থায় পাচ্ছি।

 

 

 

ইসলামী-সংগীতের বিকাশেও আব্বাসউদ্দিন বড় অবদান রেখেছেন। কবি নজরুলকে তিনি ইসলামি গান লিখতে উদ্বুদ্ধ করেন। নজরুলের লেখা এবং তাঁর গাওয়া বহু গান সে সময় তুমুল জনপ্রিয় হয়। ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ-এর মতো অনেক গান এখনো সমান জনপ্রিয়।

ভাইওয়াইয়া সম্রাট আব্বাসউদ্দিন আহমদের ১২০তম জন্মবার্ষিকী উপলক্ষে চীন আন্তর্জাতিক বেতারের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে শিল্পীর অনন্য অবদানের কথা তুলে ধরলেন আব্বাসউদ্দিন গবেষক, সংগীতশিল্পী ও নির্মাতা নাসরিন ইসলাম। সঙ্গে থাকছে আব্বাসউদ্দিনের কিছু কালজয়ী গান।

 

প্রিয় বন্ধুরা, আপনাদের মূল্যবান পরামর্শ আমাদের সমৃদ্ধ করবে। চীন আন্তর্জাতিক বেতার-সিআরই বাংলা’র ফেসবুক পাতা facebook.com/cmgbangla আপনার মন্তব্য করতে পারেন। সিএমজি বাংলা’র ফেসবুক পাতা facebook.com/cmgbangla এবং ইউটিউব লিঙ্ক youtube.com/cmgbangla তে গিয়েও আমাদের অনুষ্ঠান সম্পর্ক জানাতে পারেন আপনার মূল্যায়ন।

 

পরবর্তী অনুষ্ঠানে আমরা বাংলাদেশ-চীনের সংস্কৃতিক অঙ্গনের আরো কিছু খবর এবং গুণিজনের অন্তরঙ্গ আলাপন নিয়ে হাজির হবো আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকুন।

 

 

সাক্ষাৎকার গ্রহণ, গ্রন্থনা ও উপস্থাপনা: মাহমুদ হাশিম।

 

অডিও সম্পাদনা: তানজিদ বসুনিয়া।