আপন আলোয় ৪২
2021-11-12 18:50:22

আপন আলোয় ৪২_fororder_wenhua

এ পর্বে অন্তরঙ্গ আলাপনে থাকছেন: অধ্যাপক ড. মোহাম্মদ আজম

অন্তরঙ্গ আলাপন

আপন আলোয় ৪২_fororder_wenhua1

ছবি: ড. মোহাম্মদ আজম

হুমায়ূন আহমেদ বড় লেখক, অরিজিন্যাল লেখক: ড. মোহাম্মদ আজম

হুমায়ূন আহমেদ শুধু জনপ্রিয় লেখক নন, একজন বড় লেখকও বটে। বড় লেখকের কিছু বৈশিষ্ট্য হুমায়ূনের আছে, আবার কিছু বৈশিষ্ট্য তার নেই। কিন্তু, হুমায়ূন আহমেদ বাংলাদেশের সাহিত্যে অনেক বেশি গুরুত্বপূর্ণ।

কেন গুরুত্বপূর্ণ?

গুরুত্বপূর্ণ এই কারণে যে, কলোনিয়াল অভিজ্ঞতার কারণে এবং ইউরোপীয় বা বিদেশি ভাবাদর্শের প্রচণ্ড প্রতাপের কারণে বাংলাদেশের লেখকরা অনেক সময় জীবনটাকে সাদা চোখে, খালি চোখে, প্রাত্যহিক জীবনযাপনের মধ্যে দেখতে পারেন না। তারা দেখেন আরোপণমূলক দৃষ্টিভঙ্গি থেকে- নারীবাদী দৃষ্টিভঙ্গি, মার্কসবাদী দৃষ্টিভঙ্গি, মানবতাবাদী দৃষ্টিভঙ্গি, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের দৃষ্টিভঙ্গি- মানে বাংলাদেশের সাহিত্যে আরোপণমূলকতার একটা প্রচণ্ড-প্রবলতা আছে।

কিন্তু, আমি বলছি- হুমায়ূন আহমেদ এমন একজন লেখক- যিনি কখনোই- জীবনের প্রথম দিন থেকে শুরু করে শেষ পর্যন্ত- এই নরমেটিভ কোনো স্ট্রাকচারের মধ্যে ধরা দেননি। হি হ্যাড জিনিয়াস ইনসাইট এন্ড ইমপালস্। তিনি নিজের মতো করে দেখতেন; নিজের একটা প্রচণ্ড ব্যক্তিত্বসম্পন্ন জীবনদৃষ্টি ছিল- এদিক থেকে তিনি জীবনকে দেখতেন, আশাবাদী জীবন নির্মাণ করতেন, জীবনের রহস্য উদঘাটনের চেষ্টা করেছেন- একদম অরিজিন্যাল, একদম ইনসাইটফুল!

আপনার তাকে পছন্দ হতে পারে; আপনি পছন্দ নাও করতে পারেন। অন্যের সাপেক্ষে তাকে ছোট মনে করতে পারেন, বড় মনে করতে পারেন- কিচ্ছু এসে যায় না। মাই পয়েন্ট ইজ দ্যাট- হি ইজ অরিজিন্যাল!

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে চীন আন্তর্জাতিক বেতারের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এভাবে তার মূল্যায়ন করলেন প্রাবন্ধিক-গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আজম। ক্ষুরধার বিশ্লেষণে তুলে ধরেছেন হুমায়ূন আহমেদের সাহিত্যকৃতিকে; নির্ণয়ের চেষ্টা করেছেন বাংলাদেশের তথা বাংলা সাহিত্যে হুমায়ূন আহমেদের অবস্থান।

 

প্রিয় বন্ধুরা, আপনাদের মূল্যবান পরামর্শ আমাদের সমৃদ্ধ করবে। চীন আন্তর্জাতিক বেতার-সিআরই বাংলা’র ফেসবুক পাতা facebook.com/cmgbangla আপনার মন্তব্য করতে পারেন। সিএমজি বাংলা’র ফেসবুক পাতা facebook.com/cmgbangla এবং ইউটিউব লিঙ্ক youtube.com/cmgbangla তে গিয়েও আমাদের অনুষ্ঠান সম্পর্ক জানাতে পারেন আপনার মূল্যায়ন।

পরবর্তী অনুষ্ঠানে আমরা বাংলাদেশ-চীনের সংস্কৃতিক অঙ্গনের আরো কিছু খবর এবং গুণিজনের অন্তরঙ্গ আলাপন নিয়ে হাজির হবো আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকুন।

সাক্ষাৎকার গ্রহণ, গ্রন্থনা ও উপস্থাপনা: মাহমুদ হাশিম।

অডিও সম্পাদনা: তানজিদ বসুনিয়া