আকাশ ছুঁতে চাই ৪৮
2021-11-18 19:01:44

মিডিয়ায় যৌন হয়রানি প্রতিরোধ করতে হবে

কী রয়েছে এ পর্বে

১. জনপ্রিয় চীনা ভ্লগার লি চিছি

২. মিডিয়ায় যৌন হয়রানি প্রতিরোধ করতে হবে-আঞ্জুমান আরা শিল্পী, সাংবাদিক নেত্রী

৩. বড় হওয়ার যুদ্ধে অদম্য খেলোয়ার লিউ স্যুয়ান

৪. গান: শিল্পী না ইং, গানের শিরোনাম প্রতীক্ষা

৫.উইগুর তরুণী আদিলা উরসুনের গল্প

চীন আন্তর্জাতিক বেতারের ঢাকা স্টেশন থেকে প্রচারিত আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। কেমন আছেন আপনারা? আশাকরি ভালো আছেন।

চীনা ভ্লগার লি চিছি

আকাশ ছুঁতে চাই ৪৮_fororder_1

আকাশ ছুঁতে চাই ৪৮_fororder_2

আকাশ ছুঁতে চাই ৪৮_fororder_3

জনপ্রিয় চীনা ভিডিও ভ্লগার লি চিছি। নিজ দেশের পুরানো ঐতিহ্য ও সংস্কৃতিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরে নেটিজেনদের কাছে ব্যাপক সাড়া জাগিয়েছেন এই তরুণী নারী। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপুল সংখ্যক ফলোয়ার থাকায় চলতি বছর গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস-এ নাম উঠেছে এ চীনা নারীর।  বিস্তারিত প্রতিবেদনে

দেখে মনে হয় যেনো সূর্যের সঙ্গে ওঠা বসা। কারণ সূর্যোদয় কিংবা সূর্যাস্তের সময়গুলোকে ধারণ করে প্রকৃতির রূপ চিত্রায়িত করা হয়েছে ভিডিওগুলোতে। 

গ্রামীণ জীবন যাপনের সৌন্দর্য্যকে বিভিন্ন আঙ্গিকে উপাস্থাপন করা এসব ভিডিও নেটিজেনদের ভীষণ মোহিত করে।   এসব ভিডিও’র কারিগর, ইন্টারনেট সেলিব্রিটি হিসেবে পরিচিত চীনা নারী লি চিছি। দক্ষিণ-পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশে তার জন্ম ও বেড়ে ওঠা। সাংস্কৃতিক ঐতিহ্যকে দীর্ঘমেয়াদী সংরক্ষণের উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছেন লি। ২০১৬ সালের শুরুর দিকে দাদীর সঙ্গে গ্রামীণ জীবন যাপনের ভিডিও রেকর্ড করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা শুরু করেন লি। তখনই বিপুল জনপ্রিয়তা পান তিনি। এরপর আর পেছনে তাকাতে হয়নি।  সুন্দর পোশাক পরে বাহারি স্বাদের খাবার তৈরি, গাছ পরিচর্যা, ফুল সংগ্রহ ও বাঁশের আসবাবপত্র তৈরি থেকে শুরু করে একের পর এক এক চমক দেখিয়ে যাচ্ছেন চীনা এ নারী। চীনা সংস্কৃতির সম্ভাবনা অনেক সদূরপ্রসারী উল্লেখ করে সম্প্রতি চায়না সেন্ট্রাল টেলিভিশন -সিসিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন লি চিছি।   

তিনি বলেন, ‘আমাদের দেশের অনেক সাংস্কৃতিক ঐতিহ্য দিন দিন হারিয়ে যাচ্ছে। এসব হারিয়ে যাওয়া ঐতিহ্যকে সংরক্ষণ ও এগিয়ে নিতে কাজ করে যাচ্ছি। প্রাত্যহিক জীবনধারার পাশাপাশি আমার ভিডিও গুলোতে সবসময় কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেয়ার চেষ্টা করি। আমি খুব আশাবাদি, আমার কাজ বিশ্বব্যাপী আরো বেশি ছড়িয়ে পড়বে এবং মূল্যায়ন পাবে।’

ইউটিউবে লি’র সাবস্ক্রাইবারের সংখ্যা ১৬ মিলিয়নেরও বেশি। চীনা প্ল্যাটফর্ম বিলিবিলিতে রেকর্ড সংখ্যক ফলোয়ারের জন্য চলতি বছরের তিন ফেব্রুয়ারি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম ওঠে ৩১ বছর বয়সী এ নারীর।  

সাক্ষাৎকার পর্ব

মিডিয়ায় যৌন হয়রানি প্রতিরোধ করতে হবে-আঞ্জুমান আরা শিল্পী, সাংবাদিক নেত্রী

সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে নারীর যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়টি নিয়ে আমরা কথা বলছি বাংলাদেশ নারী সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক এবং সিনিয়র সাংবাদিক আঞ্জুমান আরা শিল্পীর সঙ্গে।  আমাদের অনুষ্ঠানে তাকে স্বাগত জানাই।

আকাশ ছুঁতে চাই ৪৮_fororder_4

আঞ্জুমান আরা শিল্পী বলেন, একজন সাংবাদিক ও সচেতন মানুষ হিসেবে তিনি মিডিয়ায় সম্প্রতি সংঘটিত বিভিন্ন যৌন হয়রানির ঘটনায় উদ্বিগ্ন। তিনি এ ধরনের প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার ও দোষী ব্যক্তিদের শাস্তি দাবি করেন। শিল্পী মনে করেন প্রতিটি মিডিয়া হাউজে অভিযোগ সেল থাকা প্রয়োজন। আর অভিযোগ যারা বিচার করবেন সেই কমিটিতে অবশ্যই নারীদের রাখতে হবে।

 তিনি বলেন, মিডিয়ায় যৌন হয়রানি বন্ধে কর্তৃপক্ষের দৃঢ় ভূমিকা প্রয়োজন। প্রতিটি মিডিয়া হাউজে জেন্ডার নীতিমালা থাকা প্রয়োজন বলেও মনে করেন তিনি। বাংলাদেশ নারী সাংবাদিক সমিতি বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে মিডিয়ায় নারীদের অধিকার অর্জনে কাজ করে চলেছে বলেও জানান তিনি। বিভিন্ন মিডিয়ায় সিনিয়র পুরুষ সাংবাদিকদের অধিকাংশের মধ্যে এখনও পুরুষতান্ত্রিক মানসিকতা রয়েছে বলেও মনে করেন শিল্পী। এই নেতিবাচক মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। অনেক নারীর মধ্যেও পুরুষতান্ত্রিক মানসিকতা আছে। এটা থেকে নারীকেও মুক্ত হতে হবে।  

গেল ২৪ বছর ধরে সাংবাদিকতা করছেন শিল্পী। তিনি মনে করেন নারীদের এই পেশায় এগিয়ে যেতে হলে নিজেদের দক্ষতা বাড়াতে হবে, পেশার প্রতি নিবেদিত হতে হবে, সংগঠনের সঙ্গে যুক্ত থাকতে হবে এবং অধিকার সচেতন হতে হবে।

 

বড় হওয়ার যুদ্ধে অদম্য খেলোয়াড় লিউ স্যুয়ান

আকাশ ছুঁতে চাই ৪৮_fororder_5

আকাশ ছুঁতে চাই ৪৮_fororder_6

চীনের নারীরা খেলাধুলায় দীর্ঘদিন ধরেই অগ্রণী ভূমিকা রেখে চলেছেন। এমনি একজন তরুণী লিউ স্যুয়ান। তিনি একজন বাস্কেটবল খেলোয়ার। শিশুদের জন্য বাস্কেটবল প্রশিক্ষকের দায়িত্বও পালন করছেন তিনি। খেলাধূলার প্রতি ছোট বেলা থেকেই ভীষণ আগ্রহী লিউ স্যুয়ান । বিশেষ করে বাস্কেটবল ও দৌড় প্রতিযোগিতায় অন্যরকম মনোযোগ ছিলো তার। লিউ যখন বাস্কেটবল খেলেন, তাঁর চোখগুলো জ্বলজ্বল করে ওঠে। আর চেহারায় স্পষ্ট হয় আত্মবিশ্বাস আর ভালোলাগার সংমিশ্রণ। কিশোরী বয়স থেকেই লিউ স্যুয়ান সমবয়সী অন্য মেয়েদের চেয়ে কিছুটা লম্বা প্রকৃতির ছিলেন। জুনিয়র স্কুলে পড়ালেখার সময়, প্রায় সময় অসুস্থ হয়ে পড়তেন তিনি। সেসময় প্রিয় বাবার সঙ্গে বাস্কেটবল খেলতো লিউ। কিন্তু মেয়ের ইচ্ছে, বাস্কেটবলে সেরাদের সঙ্গে পাল্লা দেবে সে। মেয়ের অদম্য ইচ্ছাশক্তিকে বাস্তবে রুপ দেয়ার উদ্দেশ্যে বাস্কেটবল প্রশিক্ষণ ক্লাসে লিউকে ভর্তি করিয়ে দেন বাবা। এরপর পর্যায়ক্রমে সব ধরনের কৌশল রপ্ত করে ফেলেন লিউ।

চীনের বিখ্যাত খেলোয়াড় ই চিয়ান লিয়ানয়েকে বাস্কেটবলের আইডল মানেন লিউ। ২০১৯ সালে চীন আয়োজিত আন্তর্জাতিক বাস্কেটবল বিশ্বকাপে ভলানটিয়ার হিসেবে দায়িত্ব পালন করেন লিউ স্যুয়ান। এসময় সৌভাগ্যক্রমে দেখা হয়ে যায় ই চিয়ান লিয়ানের সঙ্গে। সাক্ষাতের সময় নিজের অভিপ্রায় ব্যক্ত করেন লিউ। ইচিয়ানকে জানান নিজের স্বপ্ন আর উদ্যমের কথা ।বাস্কেটবলের প্রতি লিউয়ের অসম্ভব ভালোলাগা দেখে ই চিয়ান তাকে উৎসাহ দেন। বলেন, বড় খেলোয়াড় হতে হলে, পরিশ্রমের সঙ্গে থাকতে হবে পরিকল্পনা।

 লিউ স্যুয়ান এখন বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। পড়েন ক্রীড়া ও প্রশিক্ষণ বিভাগে। তার প্রত্যাশা, ভালো খেলোয়াড় হওয়ার পথে বেশ কাজে লাগবে ক্রীড়া নিয়ে বিস্তারিত পড়াশোনা । সময় পেলেই শিশুদের বাস্কেটবল খেলা শেখান এই তরুণী। তিনি চান, আরও বেশি শিশু বাস্কেটবল খেলার প্রতি আগ্রহী হোক। ক্রীড়া অঙ্গণে এতদূর আসাটা এত সহজ ছিলো না । অনুশীলনে বারবার আঘাত পেয়েছেন। নীরবে অশ্রুও ঝরেছে কখনো কখনো, কিন্তু হাল ছেড়ে দেননি, জীবনে বড় হওয়ার যুদ্ধটা লড়েই চলেছেন লিউ । তার মতে, বাস্কেটবল খেলা ও অনুশীলন তাকে আরো আত্মবিশ্বাসী ও উৎসাহী করে তুলছে।

গান:

আকাশ ছুঁতে চাই ৪৮_fororder_7

চীনের একজন জনপ্রিয় সংগীত শিল্পী না ইং। তিনি বিখ্যাত গানের প্রতিযোগিতার আসর ভয়েস অব চায়নার বিচারক হিসেবেও ব্যাপক পরিচিতি পেয়েছেন। ১৯৬৭ সালে লিয়াওনিং প্রদেশে না ইংয়ের জন্ম।

তার মিউজিক রেকর্ডগুলো চীনের সংগীতপ্রেমীদের মন জয় করেছে।

সুপ্রিয় শ্রেfতা এখন শুনবেন শিল্পী না ইংয়ের কণ্ঠে একটি গান। গানটির শিরোনাম অপেক্ষা।

উইগুর তরুণী আদিলা উরসুনের গল্প

 

 

চীনের উইগুর স্বায়ত্বশাসিত অঞ্চল সিনচিয়াংয়ের তরুণ প্রজন্মের নারীরা এগিয়ে চলেছেন জীবনের পথে। তারা বিভিন্ন পেশায় উন্নতি করছেন। আজ শোনাবো এমনি এক তরুণী আদিলা তুরসুনের গল্প। উইগুর মুসলিম তরুণী আদিলা তুরসুন। তিনি একজন কেমিকেল ইঞ্জিনিয়ার। চাকরি করছেন সিনচিয়াংয়ের একটি সিলিকন কারখানায়। তার বেতন যথেষ্ট ভালো। ক্যাম্পাস রিক্রুটমেন্টের মাধ্যমে এই চাকরিটি পান তিনি। চাকরির জন্য হোমটাউন থেকে কিছুটা দূরে থাকতে হলেও  এখানকার কর্ম পরিবেশে তিনি সুখী। ছুটিতে যখন পরিবারের কাছে ফেরেন তখন প্রচুর উপহার নিয়ে যেতে পারেন।

আদিলা বলেন,  ‘আমার পরিবারের সদস্যরাও মাঝে মাঝে এখানে বেড়াতে আসেন। তারা কোম্পানির গেস্ট রুমে থাকতে পারেন। তাদের নিয়ে আমি বেড়াতে যাই।’

আদিলা বই পড়তে ভালো বাসেন। বিশেষ করে ইংরেজি ডিটেকটিভ বই। তিনি উচ্চতর পড়াশোনাও করছেন চাকরির পাশাপাশি।

তিনি বলেন, ‘আমার হোমটাউনে এমন একটি চাকরি পাওয়া বেশ কঠিন ছিল। বিশেষ করে আমার কেমিকেল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষা নিয়ে। এই চাকরিটি পেয়ে নিজেকে সৌভাগ্যবান বলে মনে হয়।’

আদিলার মতো আরও অনেক উইগুর মুসলিম তরুণী এখন চাকরি করছেন, উচ্চতর শিক্ষা গ্রহণ করছেন এবং গড়ে নিচ্ছেন নিজেদের উজ্জ্বল ভবিষ্যত।

প্রিয় শ্রোতা আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌছে গেছি আমরা। অনুষ্ঠানটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না কিন্তু। আমাদের অনুষ্ঠান আপনারা সবসময় শুনতে পাবেন, ঢাকায় এফ এম ১০২ এবং চট্টগ্রামে এফ এম ৯০ মেগাহার্টজে এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজে। জেনে নিন আমাদের ইমেইল অ্যাডরেস, cmg.bangla@gmail.com আমাদের ফেসবুক পেজ facebook.com/CRIbangla এবং facebook.com/CMGbangla এবংআমাদের সাক্ষাৎকারগুলো ইউটিউবে দেখতে পাবেন। youtube.com/CMGbangla.

আজ এ পর্যন্তই। সুস্থ থাকুন ভালো থাকুন। আবার কথা হবে। চাই চিয়েন।

সার্বিক  সম্পাদনা: ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী

লেখা, গ্রন্থনা ও উপস্থাপনা: শান্তা মারিয়া

বড় হওয়ার যুদ্ধে অদম্য খেলোয়াড় লিউ স্যুয়ান:  প্রতিবেদন হাবিবুর রহমান অভি

চীনা ভ্লগার লি চিছি। প্রতিবেদন: রওজায়ে জাবিদা ঐশী

উইগুর তরুণী আদিলা উরসুন বিষয়ক প্রতিবেদন : শান্তা মারিয়া

অডিও সম্পাদনা: রওজায়ে জাবিদা ঐশী