বাংলাদেশের ফসল হিসেবে তামাক গণ্য করা হবে না: কৃষিমন্ত্রী
2021-11-24 18:10:36

বাংলাদেশের ফসল হিসেবে তামাক গণ্য করা হবে না: কৃষিমন্ত্রী_fororder_4

নভেম্বর ২৪: বাংলাদেশের ফসল হিসেবে ভবিষ্যতে তামাককে গণ্য করা হবে না বলে জানিয়েছেন দেশটির কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। আজ বুধবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নেদারল্যান্ডস ও যুক্তরাজ্য সফর পরবর্তী সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

 তামাক চাষ বন্ধে সরকারের পরিকল্পনার বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে কৃষিমন্ত্রী বলেন, কৃষি মন্ত্রণালয় থেকে তামাক চাষকে সরকার উৎসাহিত করে না। তামাককে সরকার নিরুৎসাহিত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি। ম্যানুফ্যাকচারিং খাতকে বৃদ্ধি করে কর্মসংস্থানের মাধ্যমে মানুষের আয় বাড়ানো এখন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলেও উল্লেখ করেন তিনি।

তানজিদ/শান্তা