মানবতাবিরোধী অপরাধে বিএনপির সাবেক এমপি মোমিনের মৃত্যুদণ্ড
2021-11-24 15:49:52

মানবতাবিরোধী অপরাধে বিএনপির সাবেক এমপি মোমিনের মৃত্যুদণ্ড_fororder_1

নভেম্বর ২৪ :  ঊনিশ শ’একাত্তরে মুক্তিযুদ্ধের সময়ে সংঘটিত হত্যা ও গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপির সাবেক সংসদ সদস্য আবদুল মোমিন তালুকদার ওরফে খোকাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল বুধবার এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অন্য বিচারপতিরা হলেন আবু আহমেদ জমাদার ও কেএম হাফিজুল আলম।

দণ্ডপ্রাপ্ত বগুড়া-৩ আসনের এই সাবেক এমপি বর্তমানে পলাতক রয়েছেন।

আবদুল মোমিন তালুকদারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে হত্যা, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে ২০১১ সালে আদালতে মামলা করেন আদমদীঘির কায়েতপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা সুবিদ আলী। পরে ওই মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্থানান্তরিত হয়।

মোমিনের বিরুদ্ধে ২০১৬ সালের ১৮ জানুয়ারি থেকে থেকে ২০১৮ সালের ৩ মে পর্যন্ত মামলার তদন্ত করা হয়। তার বিরুদ্ধে ১৯৭১ সালের বিভিন্ন স্থানে ১৯ জনকে হত্যা, লুণ্ঠন ও অগ্নিসংযোগসহ তিনটি অভিযোগ আনা হয়। পরে এসব অভিযোগের ভিত্তিতে আনুষ্ঠানিক চার্জ গঠন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

১৯৭৮ সাল থেকে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত মোমিন। ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত চারদলীয় জোট সরকারের আমলে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ছিলেন তিনি। এরপর বিএনপির টিকেটে ২০০১ ও ২০০৮ সালে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন মোমিন।

রহমান/শান্তা