গাজীপুরের মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে আদালত অবমাননার রুল
2021-11-24 15:52:44

গাজীপুরের মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে আদালত অবমাননার রুল_fororder_2

নভেম্বর ২৪: জমিজমা সংক্রান্ত এক মামলায় বাংলাদেশে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলমসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না — তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্টে।

এক আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি মামুনুর রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ বুধবার রুল জারি করে ওই আদেশ দেন।

অভিযোগকারীর আবেদন থেকে জানা গেছে, গাজীপুরের সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। পরে ওই জমি দখলে থাকা ব্যক্তি এ নিয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করলে আদালত নিষেধাজ্ঞা দেন। সেই নিষেধাজ্ঞা নিয়ে জমি আগের মতো ব্যবহার করে আসছিলেন আবেদনকারী।

কিন্তু চলতি বছরের শুরুতে মেয়র জাহাঙ্গীর ও তার অনুসারীরা ওই জমি নিজেদের বলে তা ব্যবহারে বাধা দেন। এ অবস্থায় সম্প্রতি মেয়র জাহাঙ্গীরসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে আবেদন করেন ওই ব্যক্তি।

সম্প্রতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করার দায়ে মেয়র জাহাঙ্গীরকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি আ’লীগের প্রাথমিক সদস্যপদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে তাকে।

 রহমান/শান্তা