সড়ক আন্দোলন: গাড়ির কাগজপত্র পরীক্ষা করছে শিক্ষার্থীরা
2021-11-25 19:11:34

সড়ক আন্দোলন: গাড়ির কাগজপত্র পরীক্ষা করছে শিক্ষার্থীরা_fororder_4

ঢাকা, নভেম্বর ২৫: গাড়িচাপায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসানের মৃত্যুর ঘটনায় বিচার দাবিতে রাজধানীর ফার্মগেট মোড় অবরোধ করে শিক্ষার্থীরা।

বেলা ১১টার দিকে শুরু হওয়া অবরোধের পর এই এলাকায় কোনো গণপরিবহন চলতে দেয়নি তারা। তল্লাশি করা হয় গাড়ির কাগজপত্র। কোনো অসংগতি পেলে গাড়ি আটকে রাখা হয়। তবে অ্যাম্বুলেন্স চলাচলে কোনো বাধা দেওয়া হয়নি।

বাংলাদেশের স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, ফার্মগেট মোড়ে সরকারি বিজ্ঞান কলেজ, তেজগাঁও কমার্স কলেজ, আইডিয়াল কমার্স কলেজ, বি এ এফ শাহীন কলেজ, সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয় ও হলিক্রস কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। এ ছাড়া বাসভাড়ায় হাফ পাস ও নিরাপদ সড়কের দাবিও জানায় তারা।

অভি/ সাজিদ