নটরডেম কলেজ শিক্ষার্থী দুর্ঘটনায় গাড়ির মূল চালক আটক
2021-11-26 18:42:46

নটরডেম কলেজ শিক্ষার্থী দুর্ঘটনায় গাড়ির মূল চালক আটক_fororder_2

ঢাকা, নভেম্বর ২৬: বাংলাদেশের রাজধানী ঢাকায় নটরডেম কলেজ শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় অভিযুক্ত গাড়ির চালককে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান বাংলাদেশের স্থানীয় গণমাধ্যমগুলোকে এ তথ্য জানান।

এর আগে একই ঘটনায় আরেক গাড়িচালক রাসেলকে গ্রেপ্তার করা হয়। পরে ৭ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে হাজির করলে বিচারক তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে বৃহস্পতিবার মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আ. আহাদ জানান, ঘাতক গাড়িটি চালাচ্ছিলেন রাসেল খান। কিন্তু তিনি প্রকৃতপক্ষে ওই গাড়ির চালক নন। রাসেল জিজ্ঞাসাবাদে জানায়, গাড়িটির মূল চালক হারুন।

এর আগে গেল বুধবার রাজধানীর গুলিস্তানে ডিএসসিসি ময়লার গাড়ির ধাক্কায় নাঈম হাসান নামে নটরডেম কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়। ওই ঘটনার পর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ করে জড়িতদের বিচারের দাবি জানিয়ে আসছেন শিক্ষার্থীরা।

সাজিদ রাজু