আপন আলোয় ৪৫
2021-12-03 19:57:28

আপন আলোয় ৪৫_fororder_wen

এ পর্বে অন্তরঙ্গ আলাপনে থাকছেন: অনিরুদ্ধ সেন গুপ্ত

অন্তরঙ্গ আলাপন

শান্তিনিকেতন-পলাতক এক নন্দিত রবীন্দ্রসংগীত শিল্পী

আপন আলোয় ৪৫_fororder_wen1

ছবি: অনিরুদ্ধ সেন গুপ্ত

কবি নজরুল-পুত্র গিটারিস্ট কাজী অনিরুদ্ধের প্রতি ভালোবাসা থেকে বাবা পুত্রের নাম রাখেন অনিরুদ্ধ। সংগীত-পরিবারের সন্তান হিসেবে গানে হাতেখড়ি বাবারই হাতে। পরবর্তীতে গান শেখেন ওস্তাদ শ্রী রবীন দে ও শ্রী মিহির কুমার নন্দীর কাছে।

 

মেডেল পাওয়ার লোভে ছোটবেলায় রবীন্দ্রসংগীত শেখা এবং গাওয়া! একসময় বৃত্তি নিয়ে গেলেন শান্তিনিকেতনে। হঠাৎ মনে হলো কী হবে সংগীতে এম এ করে। একরকম পালিয়ে এলেন শান্তিনিকেতন থেকে। কিন্তু পালাননি সংগীতের জগৎ থেকে।

তিনি নন্দিত রবীন্দ্রসংগীত শিল্পী অনিরুদ্ধ সেন গুপ্ত। রবীন্দ্রনাথের গানের পাশাপাশি গভীর ভালোবাসা আর যত্ন নিয়ে করেন পুরানো দিনের গান- বিশেষ করে হেমন্ত মুখোপাধ্যায়ের গান। তাঁর নিজের ভাষায়- ‘হেমন্তের গানে ডুবে থাকা’।

চীন আন্তর্জাতিক বেতারের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী অনিরুদ্ধ সেন গুপ্ত বললেন তার সংগীত-ভাবনা নিয়ে। শুনিয়েছেন রবীন্দ্রনাথের কিছু গান। হেমন্তের গান তো বটেই!

 

প্রিয় বন্ধুরা,

আপনাদের মূল্যবান পরামর্শ আমাদের সমৃদ্ধ করবে। চীন আন্তর্জাতিক বেতার-সিআরই বাংলা’র ফেসবুক পাতা facebook.com/cmgbangla আপনার মন্তব্য করতে পারেন। সিএমজি বাংলা’র ফেসবুক পাতা facebook.com/cmgbangla এবং ইউটিউব লিঙ্ক youtube.com/cmgbangla তে গিয়েও আমাদের অনুষ্ঠান সম্পর্ক জানাতে পারেন আপনার মূল্যায়ন।

পরবর্তী অনুষ্ঠানে আমরা বাংলাদেশ-চীনের সংস্কৃতিক অঙ্গনের আরো কিছু খবর এবং গুণিজনের অন্তরঙ্গ আলাপন নিয়ে হাজির হবো আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকুন।

 

সাক্ষাৎকার গ্রহণ, গ্রন্থনা ও উপস্থাপনা: মাহমুদ হাশিম।

 

অডিও সম্পাদনা: তানজিদ বসুনিয়া