চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান প্রধানমন্ত্রীর
2021-12-05 17:25:19

চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান প্রধানমন্ত্রীর_fororder_2

ডিসেম্বর ০৫: সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে হলে শুধু চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হতে পরামর্শ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় এসএমই পণ্য মেলায় ভাচুর্য়ালি অংশ নিয়ে তিনি বলেন, “কেউ যদি উদ্যোক্তা হতে চায়, তাকে সব ধরনের সহযোগিতা দিয়ে সমৃদ্ধির অগ্রযাত্রায় সামিল করতে হবে”। 

এসএমই ফাউন্ডেশনকে উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, নারী উদ্যোক্তারা একসময় পিছিয়ে ছিল। এখন তারা এগিয়ে আসছেন। তাদের এই অগ্রযাত্রায় এসএমই ফাউন্ডেশন আরও উদ্যমী হয়ে কাজ করবে বলে প্রত্যশা ব্যক্ত করে তিনি। 
শেখ হাসিনা বলেন, “বড় শিল্পের পাশাপাশি নজর দেয়া দরকার ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পে। এতে একদিকে যেমন কর্মসংস্থান বাড়বে অপর দিকে সাধারণ মানুষ স্বল্প পুঁজি দিয়ে আর্থিকভাবে সফলতা অর্জন করতে পারবে। সে লক্ষেই বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে’। 
সারা দেশে ১০০টি শিল্পাঞ্চল গড়ে তোলা হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, দেশের নারী সমাজও যেন অর্থনৈতিকভাবে সচ্ছল হতে পারে সেদিকে বিশেষ নজর দেয়া হয়েছে। শিগগিরই এর সুফল পাবে দেশের সাধারণ মানুষ। 
অভি/শান্তা