‘প্রতিবেশি দেশে যেতে আগামীতে ভিসা লাগবে না’
2021-12-06 19:17:51

‘প্রতিবেশি দেশে যেতে আগামীতে ভিসা লাগবে না’_fororder_6

ভারত ও ভুটানসহ প্রতিবেশি দেশগুলোতে যেতে একসময় ভিসা লাগবে না বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। 
সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে সেক্টর কমান্ডারস ফোরাম আয়োজিত বাংলাদেশের ঐতিহাসিক প্রথম স্বীকৃতির ৫০ বছর উপলক্ষে ‘স্বাধীনতার ৫০ বছর’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান ও প্রথম দেশ হিসেবে ভুটানের স্বীকৃতি দানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন পররাষ্ট্রমন্ত্রী। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর ভুটানের স্বীকৃতি দানের কিছুক্ষণ পর ভারতও স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
হাশিম/ সাজিদ