Web bengali.cri.cn   
বর্তমানে আমি ও আমার ক্লাব এবং চীন আন্তর্জাতিক বেতার একই সুতায় বাধা
  2010-12-03 10:58:41  cri
বাংলাদেশের গাইবান্ধা জেলার সিআরআই জাগরণ ক্লাবের সভাপতি এ,কে,এম শরিফুল ইসলাম তাঁর রচনায় তিনি ও সিআরআই'র সধ্যে গল্প লিখেছেন। এর মধ্যে তিনি প্রথম বারের মত সিআরআই'র বাংলা অনুষ্ঠান শুনার দিনও তাঁর মনে স্পষ্ট থাকছে। এটি আমাদেরকে অনেক মুগ্ধ করে। তিনি এমন লিখেছেন, আমি আজ সিআরআই ও আমার জীবন সম্পর্কে লিখতে বসে জীবনের ডাইরির পাতাগুলো হতে অতিত এর কিছু গুরুত্বপূর্ণ স্মৃতি আজ আমাকে সরণ করতে হল। দিনটা ছিল বুধবার(৬-০৩-১৯৯৬) সেই দিন এর কথা আজ না বললে নয়। বাবা প্রথমে আমাদের জেলা সাইবান্ধা হতে পেনাছনিক রেডিও কিনে আনে। আর সে সময় আমার বয়স মাত্র দশ বছর। বর্তমানে আমি ও আমার ক্লাব এবং চীন আন্তর্জাতিক বেতার একই সুতায় বাধা। মাস চলে যায় আমার শ্রোতার সংখ্যা দিন দিন পর্যাক্রমে বাড়ছে এবং বারবে। আমার বিশ্বাস আমি ছাড়াও এই ক্লাব কখনো অচল হবে না। তার প্রমান গত এক বছর এই এক বছর আমি বাহিরে গিয়েছিলাম বেড়াতে, ফিরে এসেদেখি সবাই ঠিক আগের মতই আছে একসাথে বসে অনুষ্ঠান শোনে। তাদের এমন দৃশ্য দেখে আমি সান্তি নিষাশ ফেলি এবং আমি আশা করি এই মোট ৬৪জন সদস্য শ্রোতাকে নিয়ে গড়ে উঠা জাগরণ ক্লাব-৩০৭-০৬কে দেন চীন কখনো ভুলে না যায় এবং আমি ও আমারা সফত করলাম আমরা কখনো তোমায় ভুলবো না তুমিও ভুলনা মোদের। তিনি এটি সমস্যা উত্থাপন করেছেন যে, আমাদের অনেক শ্রোতা হল অশিক্ষিত। তাহলে তারা লিখবে কিভাবে। যদি তাদের নাম কোন পত্র না আসে তাহলে তো ওরা বেডিও শুনবে না। এটি সত্যি একটি বড় সমস্যা। আমাদেরও উদ্বিগ্ন হয় যে, যে শ্রোতা চিঠি, ইমাইল লিখতে না পারে, তাঁরা আমাদের সঙ্গে কিভাবে যোগাযোগ করবেন। সেজন্য আমরা আশা করি, একই ক্লাবের শিক্ষিত শ্রোতারা তাঁদেরকে সহায়তা দিয়ে চিঠি লিখবেন ও জ্ঞান যাচাই প্রতিযোগিতায় অংশ নেবেন। এর মাধ্যমে আমাদের যোগাযোগ হবে। আপনাদেরকে ধন্যবাদ জানাই। তিনি তাঁর রচনায় একটি কবিতা লিখেছেন। কবিতার নাম হল ৪০ বছর পূর্ণ আজ তোমার

ওহে সিআরআই

আমরা মন থেকে বলছি মনের সব কথা

এখনো তোমাকে ভালোবাসি

তোমার দুঃখের স্মৃতি গুলো সব সুখ স্মৃতি হোক

কারণ আজ তোমারে ভেবেছি জীবন সাথী।

কথা দিয়ে কথা নিয়ে আজ তোমাকে পেয়েছি

তবুও আজ আমরা সে কথা রেখেছি

ভুলিনি আজ আমরা তোমার প্রিয় মুঘ

ভুলবোনা কখনো প্রিয় সেই সুর

যেখানেই থাক তুমি যত দুরেরও

ভুলেও ভেবোনা আমরা তোমায় ভুলছি।

বাংলাদেশের ঝিনাইদহ জেলার সিআরআই লিসনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম বি জামান সিদ্দিকী শিল্পী বশির আহম্মদের কন্ঠে অনেক সাধের ময়না নামের গান শুনতে চান। আচ্ছা, এখন আমি এ গান আপনাকে ও সবাই শ্রোতাদেরকে শোনাচ্ছি।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040