Web bengali.cri.cn   
চীনের সবচেয়ে দর্শনীয় স্থান কোনটি?
  2010-12-03 10:58:41  cri
বাংলাদেশের বগুড়া জেলার এস.এম.আবুসাইদ হোসাইন তাঁর চিঠিতে তিনটি প্রশ্ন করেছেন। তাঁর প্রথম প্রশ্ন হল, চীনের সবচেয়ে দর্শনীয় স্থান কোনটি? আপনার প্রশ্নের জবাব হচ্ছে, চীন একটি বড় ও প্রাচীন দেশ এবং চীনের ভূখন্ডে নানা স্থানের মানচিত্র ও আবহাওয়া ভিন্ন। সেজন্য চীনে অসংখ্য সভ্যতার ও প্রাকৃতিক দর্শনীয় স্থান রয়েছে। কিন্তু আমার মনে হয়, চীনের মহাপ্রাচীর, নিষিদ্ধ নগর ও পোতালা মন্দিরসহ সভ্যতার দৃশ্য স্থান দেখা উচিত। কারণ এসব স্থান হল চীনের ৫হাজারেরও বেশি বছরের ইতিহাসের চিহ্ন এবং বৈশিষ্ট্য। দুই, চীনের মাথাপিছু আয়ের পরিমান কত? আপনার প্রশ্নের জবাব হচ্ছে, চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারী প্রকাশিত '২০০৮ সালে চীনের গণ অর্থনীতি ও সমাজ উন্নয়নের পরিসংখ্যান' থেকে জানা গেছে, ২০০৮ সালে চীনের গ্রামবাসী মাথাপুছি আয় ছিল ৪৭৬১ইউয়ান রেনমিনপি ও শহরে নাগরিকদের মাথাপিছু আয় ছিল ১৫৭৮১ ইউয়ান রেনমিনপি।  তিন, চীনের বর্তমান শিক্ষা মন্ত্রীর নাম কি? আপনার প্রশ্নের জবাব হচ্ছে। চীনের বর্তমান শিক্ষা মন্ত্রীর নাম হল ইউন কুইরেন।
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040