Web bengali.cri.cn   
সে সময়ের অনেক জনপ্রিয় উপস্থাপকের কথা আজ আমার ভীষনভাবে মনে পড়ছে
  2010-01-07 15:24:52  cri
বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার গ্লোবাল রেডিও লিসনার্স ক্লাবের শেখ মহল তাঁর রচনায় লিখেছেন, সাল ১৯৮০, প্রথম রেডিও পিকিং এবং বাংলা অনুষ্টান শুনতে শুরু করি। বর্তমান আমার বয়স ৪৭ বছর, এখনো আগের মতই বাংলা অনুষ্ঠান শুনে বলেছি। চীন আন্তর্জাতিক বেতারের সাথে আমার এই দীর্ঘ পথচলায় অনেক মধুর স্থতি জড়িয়ে রয়েছে। সে সময়ের বিভিন্ন পুরস্কারমূলক প্রতিযোগিতায় বিজয়ী হয়ে যে সকল সামগ্রী আমি পেয়েছিলাম আজও তা আমি অতি যত্ন সহকারে সংরক্ষণ করে রেখেছি। যখনই এ সকল সামগ্রী আমি দেখি তখনই পুরানো দিনের অনেক স্মৃতিই আমার মনে পড়ে যায়। সে সময়ের অনেক জনপ্রিয় উপস্থাপকের কথা আজ আমার ভীষনভাবে মনে পড়ছে। তাদের মধ্যে পাই খাইইউয়ান, লি ইউয়ানশান, চৌ চিনছাও, থান ইয়াওখাং, চুং শাওলি, ফেং সিউছিয়ান, শি চিংউ, জাহিদুল হক প্রমুখ। শেখ মহল তিনি দু'বারের মত আমাদের জ্ঞান যাচাই প্রতিযোগিতার প্রথম পুরস্কার লাভ করেছেন। তিনি তাঁর চিঠিতে আমাদের অনুষ্ঠান শোনার ২৯ বছরের কথা লিখেছেন। তিনি আরো লিখেছেন, আমার দীর্ঘ শ্রোতা জীবনের অভিজ্ঞতা থেকে এটুকুই বলতে পারি, শ্রোতাদের প্রতি সিআরআই'র ভালবাসা ও আন্তর্জাতিক তা অনেক বেশি। ১৯৮০ সাল থেকে ২০০৯ আমার সিআরআই বাংলা অনুষ্ঠান শোনার বয়স আগামী বছর ৩০ এ পদার্পন করবে। এই দীর্ঘদিন সিআরআই'র সাথে সম্পৃক্ত থাকতে পেরে আমি নিজেকে খুবই গর্বিত একজন মানুষ বলে মনে করছি। কারণ এই সুদীর্ঘ সময় কাল আমি সিআরআই থেকে অনেক কিছু জেনেছি, শিখতে পেরেছি, আমার জ্ঞানের ভান্ডারকে সমৃদ্ধশালী করেছি। আজ এই নিবন্ধ লেখার মাধ্যমে আমি বাংলা বিভাগের সকল নবীন ও প্রবীন বন্ধুদেরকে আমার আন্তরিক ভালবাসা ও শুভেচ্ছা জানাই। কামনা করি বাংলা বিভাগের আরো ব্যাপক সাফল্য।

বাংলাদেশের ঝিনাইদহ জেলার সিআরআই লিসনার্স ক্লাবের চেয়ারম্যান এম,বি জামান সিদ্দিকি তাঁর রচনায় লিখেছেন, মহান নেতা মাও সেতুং এর দেশ আজকের নয়া চীন। দক্ষিণ এশিয়ার শক্তিশালি অর্থনৈতিক সম্পদশালী দেশ হিসেবে আজ সারা বিশ্বে যার সুনাম। তাইওয়ান, তিব্বত, হংকং ম্যাকাও, এক চীন দু'শাসন ব্যবস্থা সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। শুধু কি তাই, বর্তমান বিশ্বে পরাশক্তি হিসেবেও চীন একক অবস্থান করতে সমর্থ হয়েছে। চীনে সমাজতন্ত্র আইনের শাসন ও মানবাধিকার নিশ্চিত করা সহ জাতিসংঘে বিশেষ ভূমিকা পালন করছে এটা আমাদের গৌরবের আজকের বিশ্বে চীন বিশ্বশান্তি ও উন্নয়নের প্রতীক হিসেবে প্রতিধ্বনিত হচ্ছে। আমরা প্রতিদিন সিআরআই বাংলা অনুষ্ঠান থেকে আমাদের এসব তথ্য জানা সম্ভবপর হয়েছে।

সিআরআই বাংলা বিভাগের নিজেস্ব বৈশিষ্ঠ নিয়ে অনুষ্ঠান করে চীন বন্ধুদের কন্ঠে বাংলা ভাষায় মিষ্টি মিষ্টি আকর্ষণ থাকে। ঠিক একই ভাবে অনুষ্ঠান সম্প্রচারের একটি বিশেষ বৈশিষ্ঠ রয়েছে যা বহিঃবিশ্বের কোন বেতারেই নেই। একই অনুষ্ঠান পুনঃপ্রচার হয় ৫ বার এবং দু'দিন। শ্রোতাবন্ধুদের সময় সুযোগ সম্প্রসারিত হয়েছে। অতি সহজে সিআরআই অনুষ্ঠান সুবিধা মত সময়ে শ্রোতাদের সুযোগ সৃষ্টি হয়েছে। অনুষ্ঠান সম্প্রচার সার্থক। এখন খুবই সুন্দর সুষ্ঠ জোরাপলো অবস্থায় অনুষ্টান শোনা যাচ্ছে। আজ সিআরআই বাংলা বিভাগের ৪০ তম বার্ষিকী। এখানেই শেষ নয়, বিগত দিনে সিআরআই শ্রোতা সম্মেলনে যোগদিয়ে চীনের রাষ্ট্রদূতসহ দেশের অনেক গণমান্য ও সিআরআই'র সকল শ্রোতাবন্ধুদের সাথে পরিচিত হয়েছি। আজ বাংলাদেশের ঘরে ঘরে সিআরআই শ্রোতা ক্লাব গড়ে উঠেছে। এর মাধ্যমে হাজার হাজার শ্রোতাবন্ধু অনুষ্ঠান শুনছেন। সিআরআই বন্ধুত্ব, মৈত্রী ও সোহার্দ্রর সিড়ি হিসেবে আজ সবার হৃদয়ে। এম,বি জামান সিদ্দিকি আপনি আমাদের পুরানো ও ভাল বন্ধু। আপনি এত বেশি সময়ে আমাদের অনুষ্ঠানগুলোর ওপর বেশি সজাগ দৃষ্টি রাখছেন। আপনাকে ধন্যবাদ জানাই। আশা করি, আমাদের মৈত্রী গভীর থেকে গভীরতর।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040