Web bengali.cri.cn   
চীনাদের সুন্দর সুন্দর কথা আমার খুব মজা লাগে
  2010-01-12 10:42:22  cri
বাংলাদেশের মৌলভীবাজার জেলার আব্দুল আওয়াল লিটন তাঁর চিঠিতে লিখেছেন, সিআরআই অনুষ্ঠান সাপসারিত হয় খুব সুন্দর ও সাবলিলভাবে। যা বাংলাদেশী কোন উপস্থাপক এভাবে অনুষ্ঠান তুলে ধরতে পারে না। সিআরআই অনুষ্ঠান উপস্থাপনা কালে অনেকে খুব তাড়াতাড়ি নাম বলে পেলেন। যা শুনার পরে মনে থাকে না। তাই আমি আপনাদেরকে উপদেশ দিচ্ছি। যে খুব তাড়াতাড়ি নাম না বলে। আস্তে এবং দৃঢ় গতিতে উপস্থাপনা কালে আপনাদের নাম বলবেন। আব্দুল আওয়াল লিটন, আপনি ভাল প্রস্তাব করেছেন। আমরা কখনো এ ধরণের প্রস্তাব পাই নি। তাহলে এখন থেকে আমরা আস্তে আস্তে নাম বলবো। আপনি আরেক ব্যাপার লিখেছেন যে, আমরা ২০০৭ সালের ডিসেম্বর মাসে ঢাকায় শ্রোতা সম্মেলন আয়োজ করেছি। কোনো কোনো মানুষ এ সম্পর্কে ভিসিডি বিক্রী করে। আপনি এ সম্পর্কে ভিসিডি কিনতে চান। কিন্তু আমরা এ সম্পর্কে কোনো ভিসিডি প্রকাশ করি নি। সেজন্য এ ভিসিডি আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই।

বাংলাদেশের সুনামগন্ঞ্জ জেলার শাইরা হোসেন ম তার চিঠিতে লিখেছেন, আমি একটি ছোট মেয়ে। তবে বাবার সাথে নিয়মিত আপনাদের অনুষ্টান শুনি। অনুষ্ঠান শুনতে আমার ভাল লাগে। চীনাদের সুন্দর সুন্দর কথা আমার খুব মজা লাগে। বড় হয়ে আমি চীন বেড়াতে আসব। বাবার কাছে শুনে আর অনুষ্ঠান শুনে বুঝেছি চীন খুব সুন্দর দেশ। শাইরা হোসেন ম আপনি আমাদের ছোট বন্ধু। আপনাকে নিয়নিত আমাদের অনুষ্ঠান শোনার জন্য ধন্যবাদ জানাই। এবং আপনার বাবাকে ধন্যবাদ জানাই। আশা করি, আপনারা অব্যাহতভাবে আমাদের অনুষ্ঠান শুবেন।

বাংলাদেশের চট্টগ্রামের খুব কিশোর সিআরআই শ্রোতা সংঘের চেয়ারম্যান কাজী সলিম উল্লাহ তাঁর চিঠিতে লিখেছেন, আবাম ছালাউদ্দিন ভাইয়ার বাতরি দোলানো ঝাঁকড়া চুল দেখে আমাদের কয়েকজন সদস্য তাঁকে 'সাপুড়ে ভাইয়া' ছদ্মনাম দিয়েছেন। নামটি তাঁহার অপছন্দ হলে আমাদের জানাবেন। আমরা ইহা বাদ দিয়ে দেব। কাজী সলিম উল্লাহ, আমাদের বিশেষজ্ঞ আবাম ছালাউদ্দিন বলেছেন, তিনি এ নাম অনেক পছন্দ করেন। এবং তিনি আশা করেন, আপনারা তাঁর অনুষ্ঠানের ওপর আরো বেশি সজাগ দৃষ্টি রাখবেন।

ভারতের পশ্চিম বঙ্গের মুর্শিদাবাদ জেলার কুতুবুদ্দিন শাইখ তাঁর চিঠিতে লিখেছেন, আমি সিআরআই'র একজন নিয়মিত শ্রোতা। আপনাদের চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান শুনতে ভীষণ ভীষণ ভালো লাগে। আমি অনুষ্ঠান শুনতে কোনো দিন ভুল করি না। আমি একজন দ্বাদশ শ্রেণীর ছাত্র। বর্তমানে পড়াশোনার চাপে আপনাদের রাতের অধিবেশন কোনো কোনো দিন শুনতে পাই না, তবে আমি যে দিন আপনাদের অনুষ্ঠান শুনতে পাইনা। তার পরের দিন সকালের পুনঃ প্রচারিত অনুষ্ঠান শুনে থাকি। আপনাদের সকলের কাছে আমার একটি অনুরোধ যে আপনাদের অনুষ্ঠানের পুনরাই প্রচার রাতে তিনবার ও সকলে একবার নিয়ম চালু কালে ভালো হয়। কেননা অনেক সময় অনেকেই কাজের চাপ আপনাদের প্রথম অধিবেশন শুনতে না পারলে দ্বিতীয় বার পুন প্রচারিত অনুষ্ঠান শুনে নেয়। আপনাদের প্রতিটি অনুষ্ঠান শুনতে সত্যিই ভীষণ ভালো লাগে। তবে আমার বিশ্ব সংবাদ চীনা ভাষা শিখার আসর ও মিতালী খুব ভালো লাগে। আমি আপনাদের চীন দেশকে খুব ভালোবাসি, আমার জীবনে একটি স্বপ্ন আছে, যদি আমি কোন দিন নিজের পায়ে দাঁড়িয়ে প্রতিষ্ঠিত হতে পারি, তাহলে অবশ্যই আপনাদের চীন দেশ ভ্রমনে যাবোও আপনাদের সবার সাথে দেখা করে আসবো। আপনার দেশের সিনেমার নায়ক জ্যাকি ছেনের ছবি দেখতে ভীষণ ভালো লাগে। আমি জ্যাকি ছেনের অনেক সিনেমা দেখেছি।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040