Web bengali.cri.cn   
বেশি কিছু নয় সিআরআই
  2010-01-19 16:09:22  cri
বাংলাদেশের সিলেট জেলার বাবলু মিয়া তালুকদার তাঁর চিঠিতে লিখেছেন, আপনাদের প্রেরিত 'পুরের জানালা' নামক ম্যাগাজিনটি পেয়েছি। ম্যাগাজিনটি পাঠ করে আপনাদের অক্লান্ত প্রচেষ্টা বিশদে বিবরণ জানতে পেরে আমি গর্বিত। আপনাদের প্রচেষ্টা সফল ও সার্থক হয়েছে বলে আমি মনে করি। বাবলু মিয়া তালুকদার আমাদেরকে একটি বিশেষ অনুরোধ জানিয়েছেন যে, আপনারা যখন শ্রোতাদের নিকট কোন ম্যাগাজিন বা পত্রিকা পাঠান তখন এর একটি কলামে কিছু চীনা বাক্য লিখে এর প্রতিটি শব্দের বাংলায় অনুবাদ করে পুরো বাক্যটির অর্থ সহ লিখবেন। বাবলু মিয়া তালুকদার, আপনি অনেক ভাল অনুরোধ জানিয়েছেন। আমরা ভবিষ্যতে ম্যাগাজিনে চীনা ভাষা শিক্ষার বিষয় যোগ দেয়ার ব্যাপার বিবেচনা করবো। আপনাকে এত গঠনমূলক প্রস্তাব করার জন্য ধন্যবাদ জানাই।

বাংলাদেশের ঝিনাইদহ জেলার ডি এক্স রেডিও ফ্যান ক্লাবের বিদ্যুত্ হোসেন আমাদের জন্য একটি কবিতা লিখেছেন। কবিতার নাম হল বেশি কিছু নয় সিআরআই। এখন আমি তাঁর এ কবিতা বলবো।

বেশি কিছু নয় সিআরআই

একটু সুখের আজ বড় প্রয়োজন

আমি তাই চুপি চুপি লিখে জানালাম

সিআরআই তোমাকে আমার ভিশন প্রয়োজন

বেশি কিছু নয় সিআরআই

একটু সুখের আজ বড় প্রয়োজন

তুমি যদি মন ডাঙ্গো, সে ব্যাথা সইতে আমি পারব না

কত যে ভালবাসি, সে কথা আজও তুমি জানলে না

আমি চাই প্রতিদিন তোমাতে আমাতে

ইয়ার বেতারের আলিপন।

বেশি কিছু নয় সিআরআই

একটু সুখের আজ বড় প্রয়োজন

তোমার জন্য কথার ডালি সাজায়ে রেখেছি

কত কথা হৃদয়ে গাঁথা চুপি চুপি বলিনি

আমি তাই পথে পথে ফুল ছড়িয়ে

তোমাকে জানাই আমন্ত্রণ।

বাংলাদেশের বগুড়া জেলার এস,এম,শাহাদাত জামান তাঁর চিঠিতে লিখেছেন, অনেক ব্যস্ততার মাঝেও তোমার অনুষ্টান শুনতে ভূল হয় না। তোমার সব আয়োজনেই রয়েছে মননশীলতা আরো পরিকল্পনার স্বাক্ষর। তোমার চীনা কর্মীদের সুখের বাংলা ভাষায় আমি বিমোহিত। অনেক সাধনা আর প্রচেষ্টা না থাকলে এরূপ সুন্দর বাংলা বলা সম্ভব নয়। চীন ও বাংলাদেশের মৈত্রীর সেতু বন্ধ তুমি। তোমাতে খুঁজে পাই বন্ধুত্বের এক অনুপম গন্ধ। শক্তিশালী প্রচার ফ্রিকোয়েন্সের অনুষ্ঠান মালায় আমি এতটাই আকৃষ্ট যে সিআরআই'র বাংলা অনুষ্ঠান শুনতে আমি আমার গ্রামের অনেক যুবক ও আমার সমবয়সীদের আহ্বান ও অনুরোধ জানিয়েছি। তোমাকে লিখতে গিরে এই চিঠির খামটি অনেক কষ্টে পার্শ্ববর্তী গ্রাম থেকে সংগ্রহ করেছি। তাই তুমি এ রকম খামও পাঠিয়ে দেবে। এস,এম,শাহাদাত জামান প্রথমে আপনাকে আমাদের অনুষ্ঠানকে সমর্থনের জন্য ধান্যবাদ জানাই। এবং আপনি বিশ্বাস করেন, আমরা প্রত্যাক শ্রোতাকে বন্ধুর মত মন দিয়ে দেখাই। সেজন্য আশা করি, আপনি অব্যাহতভাবে আমাদেরকে সমর্থন করবেন।

ভারতের পশ্চিম বঙ্গের চানদিবাই জেলার জিয়াউল হক তাঁর চিঠিতে লিখেছেন, আমি সিআরআই বাংলা বিভাগের খুবই পুরাতন শ্রোতা। একবার প্রতিযোগিতায় বাংলা নিয়ে প্রথম পুরস্কার হিসাবে এক যানা রেডিও পেয়ে খুবই আনন্দ লাভ করেছি। চলুন বেডিয়ে আসি অনুষ্ঠান শুনে আমার মনে হয় আমার ভালোবাসার দেশ চীনে মেন আমি প্রতক্ষ্যভাবে খুরে এলাম। আপনাদের বর্ণনা এমন মেন আমি নিজে চোখে খুব কিছু দেখছি। জিয়াউল হক, আপনাকে আমাদের প্রশংসা করার জন্য ধন্যবাদ জানাই। আশা করি, ভবিষ্যতে আপনি অব্যাহতভাবে আমাদের প্রতিযোগিতায় অংশ নেবেন। বিশ্বাস করি, আপনার আরো পুরস্কার লাভ করার সম্ভাবনা রয়েছে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040