Web bengali.cri.cn   
চীনে মোট কতগুলি প্রদেশ আছে? তার মধ্যে সবচেয়ে ছোট এবং বড় কোন দুটি?
  2010-02-04 10:50:36  cri
ভারতের পশ্চিম বঙ্গের বর্ধমান জেলার ইন্টারন্যাশনাল মিতালি লিসনার্স ক্লাবের হাফিজুর রহমান তিনটি প্রশ্ন দিয়েছেন। তাঁর প্রথম প্রশ্ন হচ্ছে, চীনে মোট কতগুলি প্রদেশ আছে? তার মধ্যে সবচেয়ে ছোট এবং বড় কোন দুটি? আপনার প্রশ্নের জবাব হচ্ছে, বর্তমানে চীনে ২৩টি প্রদেশ,পাঁচটি স্বায়ত্তশাসিত অঞ্চল,৪টি কেন্দ্র শাসিত মহানগর আর ২টি বিশেষ প্রশাসনিক অঞ্চল সহ মোট ৩৪টি প্রদেশ পর্যায়র প্রশাসনিক ইউনিট আছে । এর মধ্যে বৃহত্তম হল সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল এবং সবচেয়ে ছোটটি হল ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চল। দুই, চীনের রাজধানী পেইচিংয়ের লোক সংখ্যা এবং আয়তন কত? আপনার প্রশ্নের জবাব হচ্ছে, ২০০৮ সাল পর্যন্ত পেইচিংয়ে স্থায়ীভাবে বসবাস করার লোক সংখ্যা ছিল ১কোটি ৬৯লাখ ৫০হাজার। এর মধ্যে পেইচিংয়ের নাগরিকগত সংখ্যা ছিল ১কোটি ২২লাখ ৯৯হাজার এবং যা বাইর থেকে এসে পেইচিংয়ে ৬মাসেরও বেশি বসবাস করে, তার সংখ্যা ছিল ৪৬লাখ ৫১হাজার। পেইচিংয়ের আয়তন হল ১৬হাজার ৪শো১০.৫৪ বর্গ কিলোমিটার। তিন, চীনের বৃহত্তম ব্যাংকের নাম কি? আপনার প্রশ্নের জবাব হচ্ছে, চীনের বৃহত্তম ব্যাংক হল Industrial and Commercial Bank of China। ২০০৫ মালে চায়না ইন্ডাস্ট্রিয়াল এল্ড কোমার্শল ব্যাংক বিশ্বের ৫শো সেরা কোম্পানির ২২৯স্থানে রয়েছে। তার প্রতি বছরের আয় হল ২৩বিলিয়ন ৪৪কোটি ৫০লাখ মার্কিন ডলার।
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040