Web bengali.cri.cn   
বাংলাদেশের নাটোরা জেলার মহিমা মল্লিক তাঁর রচনায় লিখেছেন, আমি আপনাদের অনুষ্ঠান নিয়মিত শুনি
  2010-03-19 16:50:55  cri
বাংলাদেশের রাজশাহী জেলার মোহাম্মদ আব্দুর রহিম তাঁর রচনায় লিখেছেন, ১৯৮৪ সাল গ্রামের ছেরে আমি। গ্রামের মেঠোপথ ছেড়ে, পাখীর কলকাললী ছেড়ে, মা-বাবা বন্ধুদের ছেড়ে, শহরের রাজপথে দালান বাড়িতে এসে উঠেছি। কোন কিছুই ভালো লাগতো না। সব সময় মনে পড়তো গ্রামের সহজ সরল মানুষের কথা। এভাবেই সময় যেতে লাগলো। রাতে মন খারাপ করে বসে আছি। হঠাত্ আমার এক শহরের বন্ধু বলল রেডিও পিকিংয়ের কথা। আর তখন থেকেই শুরু আমার প্রিয় বেতারের সাথে পথ চলা। মন ভালো হতে শুরু করল। দিনে শুধু মনে হত কখন রাত নয়টা বাজবে। শুরু হল পত্র লেখা আজও চলছে। তখনকার সেই অনুভূতির কথা আজও মনে পড়ে বার বার। অনুষ্ঠান শুনতাম আর মনে মনে ভাবতাম আমি যাদের কথা শুনি, আমার সেই বন্ধুগণ দেখতে কেমন। আমার কলপনায় তাদের ছবিও এঁকেছি। অব শেষ একদিন নিজ চোখেই দেখলাম আমার প্রিয় বন্ধুদের, ভাল লাগা ও ভালোবাসার মানুষদের তাদেরই পাঠানো ভিউকার্ডে। কি যে ভালো লেগেছিল তা ভাষায় প্রকাশ করা দুষ্টর। চিত্কার করে বলেছিলাম আমার বন্ধুরা আমাকে তাদের ছবি পাঠিয়েছে। আমার প্রিয় বেতার আমার জ্ঞানের ভান্ডারকে করেছে সমৃদ্ধ। সিআরআই আমার শ্রেষ্ঠ বেতার চীনকে। জানার একটি খোলা জানালা। বর্তমানে সিআরআইয়ের অনুষ্ঠান বিন্যাস খুবই ভালো। জীবনের অনেকগুলো সময় অব্যাহত হয়েছে। সিআরআইয়ের কাছে পেয়েছি অনেক কিছু। চীন ও বাংলাদেশের মৈত্রীর বন্ধন আরও সমৃদ্ধ হয়েছে আরো সুদৃঢ় হয়েছে।

বাংলাদেশের নাটোরা জেলার মহিমা মল্লিক তাঁর রচনায় লিখেছেন, আমি আপনাদের অনুষ্ঠান নিয়মিত শুনি। আপনাদের অনুষ্ঠান শুনতে এত ভাল লাগে যে তাহা ভাষায় প্রকাশ করিতে পারিব না। আমি সিআরআইয়ের বাংলা অনুষ্ঠান সকল কর্মকর্তা, সকল সিআরআই বাংলা অনুষ্ঠানের সকল শ্রোতা বন্ধুদের খুব ভালবাসি। কেউ যদি সিআরআইয়ের বাংলা অনুষ্ঠান শুনে তাহলে যে আমার বন্ধু। আমরা সবাই মিলে এক স্লোগানে গান গেয়ে উঠি 'সিআরআই আওয়াজ তোল প্রাণ'। তাহলে জীবনটা মধুময় হয়ে উঠবে। আসুন আমরা সবাই মিলে অনুষ্ঠান শুনে একাকার হয়ে যায়। রেডিও শুনুন চীন তথা সারা বিশ্বকে জানুন, সময়ের হাত ধরে চলুন। আমি ও সিআরআই বাংলা অনুষ্ঠান নিয়ে লিখব লিখতে গেলে কলেমের কালি ফুরিয়ে যাবে কিন্তু লেখা শেষ হবে না। আমি সিআরআইকে বাড়ি বা আবাসস্থল ভাবি। আমি সিআরআইকে অভিভাবক ভাবি, আমি নিজেকে সিআরআইকে বাংলা বিভাগের সহকর্মী, বন্ধু হিসাবে নিজেকে চিনি। সিআরআই তুমি আমার হৃদয়ের পছন্দ। তুমি আছ বলেই পাখিরা গান গায় নদী কল কল তানে বয়ে যায়, বাতাস ঝির ঝির ভাবে চলে। তুমি আছ বলে পৃথিবীটা এত সুন্দর মনে হয়। তুমি না থাকলে পৃথিবীতে কিছুই থাকত না তোমাকে এত ভালবাসি যদি হৃদয় নিয়ে একবার ভাবতে তাহলে বুঝতে পরতে সিআরআই তুমি এত সহীয়ান। আশা করি, ২০১০ সালে সকল সিআরআই কর্মকর্তা আরো মান সমৃদ্ধ অনুষ্ঠান পাব। সকল শ্রোতা বন্ধুরা আরো বেশি বেশি করে অনুষ্ঠান শুনবেন। আপনারা সিআরআই'র বাংলা অনুষ্ঠানকে শুনুন চীন তথা সারা বিশ্বকে জানুন, জ্ঞানের ভান্ডার বাড়ান। মিসেস মহিমা মল্লিক, আপনাকে এত বেশি বছরে আমাদের অনুষ্ঠান সমর্থন করার জন্য ধন্যবাদ জানাই। আপনি আমাদের অনুষ্ঠান শুনে শুনে বেশি বন্ধু পেয়েছেন। এজন্য আমাদের অনেক আনন্দিত লাগে। আশা করি, আপনার ভবিষ্যতে জীবন আমাদের অনুষ্ঠানের মত আরো বেশি সমৃদ্ধ ও সুন্দর হবে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040