Web bengali.cri.cn   
কাজের ফাঁকে এক বেলা
  2010-12-03 10:57:40  cri

"fullScreen" VALUE="0">







  শাং জুয়াং শুহি কু পেইচিং উপকণ্ঠে ছায়া-সুনিবিড় এক গ্রামীণ এলাকা। গত ৭ নভেম্বর চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগের কর্মীরা সেখানে কাটিয়ে এলেন কিছুটা আনন্দঘন সময়।

  প্রায় দিন জুড়েই ছিল তীব্র বাতাস; ছিল পেইচিংয়ের চেয়ে শীত খানিকটা বেশি। কিন্তু কিছুই তাদের আনন্দকে ম্লান করতে পারেনি।

  বাংলাদেশী বিশেষজ্ঞসহ বিভাগের প্রায় সব কর্মীই সেখানে বড়শি দিয়ে মাছ ধরেন এবং খেলেন টেবিল-টেনিস ও চীনের ঐতিহ্যবাহী মাজিয়াং খেলা।

  দারুণ আনন্দদায়ক এসব খেলায় অংশ নেওয়ার পর তাঁরা বার বি কিউ উপভোগ করেন। সেখানে খাসির মাংস, মুরগির মাংস, মুরগির ডানা, অক্টোপাস, পাউরুটি, মকাই ও মিষ্টি আলুসহ নানা খাদ্য সেঁকে খান তাঁরা।

  এ সুন্দর দিনটিকে স্মরণীয় করে রাখতে বিদায়ের আগের একসঙ্গে ছবিও তোলা হয়।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040