Web bengali.cri.cn   
বেলারুশে পাতাল রেলে বিস্ফোরণে নিহত ১১
  2011-04-12 20:17:04  cri


"fullScreen" VALUE="0">







 

    বেলারুশের রাজধানী মিনস্কের কেন্দ্রস্থলে পাতাল রেলের 'অক্টোবর স্টেশনে' ১১ এপ্রিল বিকেলে এক বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত ১১জন নিহত এবং ১২৮ জন আহত হয়।

    বেলারুশের সরকারি বার্তা সংস্থা সূত্রে জানা গেছে, প্রাথমিক তদন্তে প্রমাণ পাওয়া গেছে, একটি পাতাল রেলের দ্বিতীয় বগিতে বিস্ফোরণটি ঘটে। বেলারুশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা বলেন, এ হলো একটি সন্ত্রাসী হামলা।

    বিস্ফোরণের ফলে মিনস্কের টেলিযোগাযোগে গুরুতর গোলযোগ দেখা দিয়েছে এবং সড়কে যানজট সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থল অবরোধ করে রেখেছে এবং দুটো পাতাল রেললাইন অস্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে। (লতা)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040