Web bengali.cri.cn   
চীনে রবীন্দ্রসাহিত্য
  2012-06-05 14:15:03  cri

     এ বছর বাংলা ভাষার অমর কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫১তম জন্মদিন। মহান কবির কালজয়ী কবিতা, গান ও অন্যান্য সাহিত্যসৃষ্টির অনবদ্য ও শতাব্দি-উত্তর প্রভাব রয়েছে। আজকের খোলামেলা অনুষ্ঠানে আমরা এ মহান কবির কথা স্মরণ করবো। আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা। আমার সঙ্গে আছেন রবীন্দ্র-সাহিত্যের গবেষক ও অনুবাদক, চীন আন্তর্জাতিক বেতারের প্রবীন কর্মকর্তা জনাব শি চিং উ এবং আমাদের বিভাগের বিশেষজ্ঞ এবং কবি শান্তা মারিয়া।

    কবিগুরুও ভেবেছিলেন যে শত বছর পরে তার কবিতা, তার গান তার জীবন নিয়ে মানুষ কি ভাবতে পারে। উনার এ ভাবনা সুন্দরভাবে কবিতা '১৪০০ সাল' এ প্রতিফলিত হয়েছে।

    "আজি হতে শতবর্ষ পরে

    কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি

    কৌতুহলভরে,

   আজি হতে শতবর্ষ পরে!

    আজি নববসন্তের প্রভাতের আনন্দের

    লেশমাত্র ভাগ

    আজিকার কোনো ফুল, বিহঙ্গের কোনো গান,

    আজিকার কোনো রক্তরাগ-

অনুরাগে সিক্ত করি পারিব কি পাঠাইতে

তোমাদের করে,

আজি হতে শতবর্ষ পরে"

    শতাধিক বছর পরে এসে আজ অসংখ্য চীনা পাঠক তার গান, কবিতা ও উপন্যাস থেকে প্রভাবিত হয়েছেন। আর আমি বিশ্বাস করি জনাব শি চিং উ'ও আমার সঙ্গে এক মত, তা হলো আমাদের বিশেষ সৌভাগ্য এই যে, আমরা তাঁরই ভাষায়, অর্থাত্ সুমধুর বাংলা ভাষায়, তাঁর সাহিত্যের রূপ-রস-গন্ধ মেখে নিতে পারছি আমাদের অনুভবের তারে তারে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040