Web bengali.cri.cn   
রেডিও শ্রোতাসংঘ গাইডলাইন চূড়ান্তকরণ বিষয়ক পরামর্শ সভা
  2012-07-24 20:31:47  cri
 বাংলাদেশে রেডিও অত্যন্ত শক্তিশালী একটি জনপ্রিয় গণমাধ্যম। বর্তমানে বাংলাদেশ বেতার, বেসরকারি পর্যায়ের এফএম রেডিও, কমিউনিটি রেডিও এবং আন্তর্জাতিক রেডিও স্টেশনগুলো বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন কৌশলগুলো অর্জনে বিরামহীনভাবে অবদান রেখে চলেছে।

এ সব রেডিও স্টেশনকে কেন্দ্র করে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল জুড়ে গড়ে উঠেছে রেডিও শ্রোতা ক্লাব। এ সকল শ্রোতা ক্লাবের উদ্যোগে বছরব্যাপী নানাবিধ সমাজকল্যাণমূলক কার্যক্রম স্বতঃস্ফূর্তভাবে আয়োজন করা হয়ে থাকে। এর মাধ্যমে শ্রোতা ক্লাবগুলো পল্লী অঞ্চলে তথ্য-বিভাজন এবং জ্ঞান-বৈষম্য কমিয়ে আনা এবং পাশাপাশি জাতীয় উন্নয়ন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে অবদান রেখে চলেছে।

রেডিও শ্রোতা ক্লাবগুলোর কার্যক্রমকে আরো গতিশীল ও শক্তিশালীকরণ এবং রেডিও ব্যবহারের মাধ্যমে স্থানীয় ও জাতীয় পর্যায়ের উন্নয়ন কার্যক্রমে গ্রামীণ নারী-পুরুষের কার্যকর অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে একটি রেডিও শ্রোতাসংঘ গাইডলাইন প্রণয়নের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি)। এই প্রক্রিয়ায় সহায়তা করছে ইউনিসেফ-বাংলাদেশ।

রেডিও শ্রোতাসংঘ গাইডলাইন চূড়ান্তকরণের লক্ষ্যে ২১ এবং ২২ জুলাই একটি পরামর্শ সভার আয়োজন করে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি। আর এতে অংশগ্রহণ করে বাংলাদেশের বিভিন্ন জেলায় অবস্থিত চীন আন্তর্জাতিক বেতারের বেশ কিছু শ্রোতাসংঘের প্রতিনিধি এবং অন্যান্য বেতারের শ্রোতাসংঘের প্রতিনিধিরা। পরামর্শ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বেতারের মহাপরিচালক কাজী আখতার উদ্দিন আহমেদ। এ সভায় শ্রোতাদের মতামতের আলোকে রেডিও শ্রোতাসংঘ গাইডলাইন চূড়ান্ত করা হবে।

এখন আমরা এই কার্যক্রমের উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে আলোচনা করবো বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এএইচএম বজলুর রহমানের সাথে। এছাড়া চীন আন্তর্জাতিক বেতারের শ্রোতাসংঘের কয়েকজন প্রতিনিধির মতামত-তো থাকছেই।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040