Web bengali.cri.cn   
অনুষ্ঠান শুনতে শুনতে শেষ হয়ে যায় তখন আমার মনে হয় আমি বড়ো একা একা
  2010-04-01 15:09:28  cri
ভারতের পশ্চিম বঙ্গের বুর্দওয়ান জেলার অশোরণ কুমার সরকার রেডিও শ্রোতা সংঘের এ.কে.সার্কার তাঁর চিঠিতে লিখেছেন, আমি চীন আন্তর্জাতিক বেতারের অনেক পুরাতন শ্রোতা। সেই কারণে নয়া চীনের ধীপে ধীপে উন্নতির কথা রেডিও পিকিং থেকে আজকের চীন রেডিও আন্তর্জাতিক বেতারের মাধ্যমে জেনে আসছি। বর্তমান বর্ষ নয়া চীনের ষাটতম প্রতিষ্ঠাবার্ষিকী। ষাট বছর একটি দেশের বয়স হলেও নয়াচীন দেশের যে সার্বিক উন্নতি করেছে তাতে প্রতিবেশী দেশ তো বটেই, এমনকি প্রতিটি নাগরিকের কঠোর পরিশ্রমের ফল। নয়াচীন প্রতিষ্ঠার চল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতেও আমি রেপিও পিকিং'র শ্রোতা ছিলাম। তখনও প্রতিযোগিতায় অংশগ্রহণ করে স্মারক ডাটিকিট যুক্ত খাম উপহার পেয়েছিলাম, এখনো তা সযত্মে রেখে দিয়েছি। গত বছর নয়া চীন অলিম্পিকের আসর বসিয়ে এবং সুচারু রূপে তা সমাধা করে বিশ্বকে তাক লঅগিয়ে দিয়েছে। বিভিন্ন খেলায় প্রথম হয়ে চীনা প্রতিযোগীরা সোনার পদক তালিকায় প্রথম হয়েছে। এই সাফল্য নয়াচীনের পক্ষেই সম্ভব। আগামী বছর চীনের সাংহাইতে বিশ্বমেলা অনুষ্ঠিত হবে। আমরা শ্রোতারা চমক দেখার জন্য অপেক্ষায় থাকলাম। এ.কে.সার্কার, আপনার গত বছরের এ চিঠি আমরা ২০১০ সালেও পেয়েছি। কিন্তু আপনাকে চীনকে অভিনন্দন জানানোর জন্য ধন্যবাদ জানাই। আপনি আমাদের পুরাতন বন্ধু। আপনি চীনে অনেক জানেন। আশা করি, আপনি ভবিষ্যতে অব্যাহতভাবে চীনের পাশাপাশি থাকবেন। আমরা এ বছরের সাংহাইতে বিশ্ব মেলা সম্পর্কে আরো ভালভাবে প্রচার করবো এবং আপনাদের আরো সুন্দর অনুষ্ঠান তৈরী করবো। আপনাদেরকে একটি আরো আসল চীন জানাবো।

ভারতের পশ্চিম বঙ্গের মুর্শিদাবাদ জেলার চঞ্চল মন্ডল তাঁর চিঠিতে লিখেছেন, আমি আপনাদের অনুষ্ঠান নিয়মিত শুনি। অনুষ্ঠান শুনতে আমার এতই ভালো লাগে যা আমি একটুকরো কাগজে লিখে আপনাদেরকে জানাতে পারিনা। আমি যখন অনুষ্ঠান শুনি তখন মনে হয় আমি আমার এক সঙ্গী পেয়েছি যা কেউ কোন দিন অনুভব করতে পারেনি যা আমার পেয়েছি। অনুষ্ঠান শুনতে শুনতে শেষ হয়ে যায় তখন আমার মনে হয় আমি বড়ো একা একা। কর্মব্যস্ততার কারণে কোন দিন শুনতে মিস হলে আমার পরাণ যায় জ্বলিয়া। তাই সেইদিনে অনুষ্ঠান অন্য বন্ধুর কাছ থেকে শুনে নিই। মন প্রাণে একটি বেতার কিনলাম ২০০১ সালে ৫ জানুয়ারী। সেই থেকে বন্ধু পেলাম সিআরআইকে, তাকে সঙ্গী করেনিলাম আমি। আমি নিজে এবং আরো। ২জনকে সিআরআই'র অনুষ্ঠান শুনাই। আমরা মন প্রাণ দিয়ে সিআরআইকে ভালো বেসেছি। সিআরআইকে জানাই অসংখ্য ধন্যবাদ। চিঠি না লিখে থাকতে পারি না। চঞ্চল মন্ডল, আপনাকে অনেক ব্যস্ত থাকলেও আমাদের অনুষ্ঠান নিয়মিত শোনা ও আমাদেরকে চিঠি লেখার ধন্যবাদ জানাই। আপনার চিঠি আমাদেরকে অনেক মুগ্ধ করেছে। আমরা আশা করি, চিরকালে আপনি আমাদেরকে বন্ধুর মত দেখবেন। তিনি আমাদেরকে একটি খুবই সুন্দর ছবি আঁকেছেন। আপনি আমাদের ওয়েবসাইটে আপনার ছবি দেখবেন।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040