Web bengali.cri.cn   
আমি প্রিয় সিআরআইকে পাওয়ার পর তাকে দেখার জন্য স্বপ্নে বিভোর থাকি
  2010-05-13 08:55:13  cri
বাংলাদেশের পাবনা জেলার পাছশুয়াইল রেডিও শ্রোতা ক্লাবের ডা: এস,এম,এ,হান্নান আমাদেরকে একটি কবিতা লিখে পাঠিয়েছেন। এখন আমি এ কবিতাটি পড়ে শোনাছি।

কবিতার নাম

অমীয় সূধা

ভাললাগা ভালবাসা

সিআরআইকে নিয়ে অনেক আশা

তাই হৃদয়ে বেঁধেছে বাসা

ছুটে যাই বেতারের ভূবনে

স্বপ্নীল আবেগে আনমনে

অমীয় সূধা এই প্রাণে

সিআরআই অনাবিল হাসির ঝলক

মধুমাখা কন্ঠের শ্লোক

সংগী আমার সারা জীবনের হোক ।

বাংলাদেশের রাজবাড়ী জেলার দিগন্ত ওয়ার্ল্ড রেডিও ডি-এক্স ক্লাবের সভাপতি মনিরুল ইসলাম তাঁর চিঠিতে লিখেছেন, সিআরআই'র অনুষ্ঠান বর্তমানে খুব ভালোভাবেই শুনতে পাচ্ছি। অনুষ্ঠান শুনতে ফ্রিকোয়েন্সি জনিত কোন সমস্যা হচ্ছে না। অক্টোবর মাস থেকে চালু নতুন অনুষ্ঠানমালা খুবই ভালো লাগছে। সিআরআই'র বাংলা অনুষ্ঠানে নতুন নতুন সংযোজন খুবই উপভোগ্য। সবদিক দিয়েই সিআরআই'র বাংলা অনুষ্ঠানের মান অন্যান্য আন্তর্জাতিক বাংলা বেতার কেন্দ্রের থেকে উন্নত। বাংলা ভাষাভাষি সকল শ্রোতার কাছেই এ অনুষ্ঠান খুবই প্রিয়। এখন সিআরআই'র অনুষ্ঠান আমাদের ক্লাবের সদস্য ছাড়াও অন্যান্য লোকই শোনে। আমরা ক্লাবের মাইকে সিআরআই'র বাংলা অনুষ্ঠান প্রচার করে থাকি। ফলে সকলেই এ অনুষ্ঠান শোনার সুযোগ পাচ্ছে এবং চিঠি লিখতেও আগ্রহ প্রকাশ করছে। সিআরআই'র নতুন শ্রোতা সংগ্রহের জন্য আমরা চেষ্টা করছি। জনাব মনিরুল ইসলাম, আপনাকে আমাদের অনুষ্ঠান নিয়মিতভাবে শোনা ও আমাদের জন্য নতুন নতুন শ্রোতা সংগ্রহ করার জন্য অসংখ্য ধন্যবাদ । আপনার মত এত ভাল শ্রোতা সবসময় আমাদের কাম্য । আশা করি, আমরা আজীবন একসাথে থাকবো।

বাংলাদেশের ফরিদপুর জেলার এস,এম, গোলাম সারোয়ার তাঁর চিঠিতে লিখেছেন, প্রতিটি মানুষের স্বপ্ন আছে। আমারো স্বপ্ন আছে। আমি প্রিয় সিআরআইকে পাওয়ার পর তাকে দেখার জন্য স্বপ্নে বিভোর থাকি। এভাবে স্বপ্ন দেখে শ্রোতা জীবনের ২৫টি বছর অতিবাহিত করে চলেছি। তবুও স্বপ্নের মাঝেই সিআরআইকে বুকে ধরে রেখেছি অতি আপন করে। প্রেম আর ভালবাসায় আমার সিআরআই সব সময়ই সমৃদ্ধ। আমি তাকে আজন্ম ভালবেসেছি। এখনো তাকে অফুরন্ত ভালবাসায় সজ্জিত করে হৃদয়ের মনি কোঠায় রেখেছি। আমি সিআরআইকে মনে প্রাণে ভালবেসেছি বলেই এত স্বপ্ন দেখি। জানিনা এত স্বপ্ন বাস্তব হবে কিনা। ভাই এস,এম, গোলাম সারোয়ার, আপনি আমাদের একজন পুরানো শ্রোতা। আপনাকে নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনা ও আমাদেরকে চিঠি লেখার জন্য সাধুবাদ জানাই। আপনার স্বপ্ন অবশ্যই বাস্তব হবে। কারণ আমারা এক অপরের বন্ধু। আমরা আপনার কাছে চিরদিনে থাকবো।

ভারত পশ্চিম বঙ্গের মুশির্দাবাদ জেলার ভ্রাতৃ রেডিও লিসনার্স ক্লাবের সভাপতি এস,এম, জাকির হোসেন তাঁর চিঠিতে লিখেছেন, আমি সিআরআই'র বাংলা বিভাগের ৮০'র দশকের শ্রোতা। ১৯৮০ সালে নাম ছিল রেডিও পিকিং। তারপর হল রেডিও বেইজিং, বর্তমানে চীন আন্তর্জাতিক বেতার। ১৯৮০ সালে সিআরআইকে পেয়ে ১৯৮৪ সালে শ্রোতা ক্লাব গঠন করি। আপনাদের স্বীকৃতি পেয়েছি ২০০৫ সালে। দশজনকে নিয়ে ক্লাব গঠন করি। বর্তমানে আমাদের ক্লাবের সদস্য সংখ্যা ২০০জন। আমাদের ক্লাবের সব শ্রোতা সদস্যই অনুষ্ঠান নিয়মিত শুনে থাকে এবং প্রতি বছর জ্ঞান যাচাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকে। এ বছর নয়া চীন প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী উপলক্ষে জ্ঞান যাচাই প্রতিযোগিতায় অংশ নিয়েছি। আশা করি, আমাদের প্রশ্নমালার সঠিক উত্তরের জন্য পুরস্কৃত করবেন। ভাই জাকির হোসেন, আপনাকে আমাদের অনুষ্ঠান নিয়মিত শোনা ও ক্লাব গঠন করার জন্য ধন্যবাদ জানাই। নয়া চীন প্রতিষ্ঠার বিজয়ী শ্রোতা আমরা এ মাসের মধ্যে নির্বাচন করবো। আশা করি, আপনার ক্লাবের কোনো কোনো সদস্য হয়তো পুরস্কার লাভ করবেন।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040