Web bengali.cri.cn   
পরীক্ষা শেষে অবশ্যই আবার অনুষ্ঠান শোনা শুরু করবো
  2010-06-17 17:18:10  cri
বাংলাদেশের কুষ্টিয়া জেলার আকলিমা খাতুন তাঁর চিঠিতে লিখেছেন, "আমি সিআরআই'র বাংলা অনুষ্ঠান শুনে আসছি অনেক ছোট বেলা থেকেই। কিন্তু এই অনুষ্ঠান এটাই আমার প্রথম লেখা। সিআরআই'র সবগুলি অনুষ্ঠানই আমার খুব ভাল লাগে। যখন রেডিও'র সামনে বসে ইথারে ভেসে আসা সিআরআই'র বন্ধুদের সুমিষ্ট কন্ঠে আমার প্রিয় মাতৃভাষায় মধুর কথাগুলি শুনি, তখন আমার হৃদয়-মন শিহরিত হয় এক অজানা ভাল লাগায়। মনটা হারিয়ে যায় বিশ্বস্বর্গ সুদূর চিউ চাই কৌ'র সোনালী উপত্যকায়। বলতে গেলে সিআরআই আমার বাল্যসখা। তাই তার কাছে আমার ছোট্ট আবেদন, 'পুবের জানালা'য় শ্রোতাদের চিঠির পাশে যদি তাদের পাঠানো দু'-একটা ছড়া বা কবিতা একটুখানি জায়গা পেত, তাহলে শ্রোতারা আরো বেশি উত্সাহ পেত লিখতে।" বোন আকলিমা খাতুন, অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাকে নিয়মিতভাবে আমাদের অনুষ্ঠান শোনার জন্য। আপনি একটি ভালো অনুরোধ জানিয়েছেন। আপনার অনুরোধ আমরা ইতিবাচকভাবে বিবেচনা করবো। আশা করি, ভবিষ্যতেও আপনি নিয়মিতভাবে আমাদেরকে চিঠি লিখবেন এবং গুরুত্বপূর্ণ মতামত দেবেন।

বাংলাদেশের ঝিনাইদহ জেলার এশিয়া ক্লাবের সভাপতি আবু উবাইদা লিখেছেন, "দীর্ঘ দিন ধরে আপনাদের সঙ্গে কোন যোগাযোগ করতে পারি নাই বলে অত্যন্ত দুখিত আমরা। নতুন করে ক্লাব কার্যক্রম শুরু করতে চলেছি। সম্প্রতি সদস্যদেরকে নিয়ে মিটিং করেছি। ক্লাবের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছি। আমি আশা করি এবার থেকে নিয়মিত ও সুন্দরভাবে ক্লাবের কার্যক্রম চলবে। ক্লাবের সদস্যদের সঙ্গে চীন আন্তর্জাতিক বেতারের বন্ধুত্ব চিরস্থায়ী হবে। চীনের সময়সুচি অপরিবতিত রয়েছে কিন্তু প্রোগ্রামগুলো একটু পরিবর্তন করা হয়েছে। অনুষ্ঠানগুলোর মধ্যে আমাদের সবচেয়ে প্রিয় হলো 'ভিন দেশীর চোখে', 'চলুন বেড়িয়ে আসি', 'সংস্কৃতি সম্ভার', 'মুক্তমন মুক্তচিন্তা', 'অজানা কাহিনী', 'শ্রোতা সন্ধ্যা' ও 'চীনা ভাষা শিক্ষা'। আমরা অনেক দিন ধরে অনুষ্ঠান শুনে আসছি।" ভাই আবু উবাইদা, প্রথমে আপনাদেরকে স্বাগত জানাই আবার আমাদের অনুষ্ঠানে ফিরে আসার জন্য। আশা করি, আপনারা নিয়মিতভাবে আমাদের অনুষ্ঠান শুনবেন এবং চিঠি লিখবেন। আমরা আপনাদেরকে অনুষ্ঠান সূচীসহ বিভিন্ন উপহার পাঠাবো।

বাংলাদেশের যশোর জেলার এ.কে.এম. রাশেদুল ইসলাম তাঁর চিঠিতে লিখেছেন, "অনেক দিন আপনাদের অনুষ্ঠান শোনার জন্য সময় করে উঠতে পারছিনা। কারণ সামনেই আমার ফাইনাল পরীক্ষা। পরীক্ষা শেষে অবশ্যই আবার অনুষ্ঠান শোনা শুরু করবো। কয়েকদিন আগে আপনাদের পাঠানো চিঠি, পত্রিকা আমার হস্তগত হয়েছে। পত্রিকা পাঠানোর জন্য ধন্যবাদ। আমার পরীক্ষায় ভাল ফলাফলের জন্য দোয়া করবেন।" ভাই রাশেদুল ইসলাম, নিশ্চয়ই আমরা আপনার ভাল ফলাফলের জন্য দোয়া করি। ইতোমধ্যে আপনার পরীক্ষার ফল বেরিয়েও যেতে পারে। যদি তা হয়, আমরা বিশ্বাস করি, অবশ্যই ভাল করেছেন আপনি।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040