Web bengali.cri.cn   
চীনে কি বৃক্ষমেলা অনুষ্ঠিত হয় এবং চীনে ফাঁসি দেয়ার রেওয়াজ আছে কিনা?
  2010-06-21 16:18:31  cri
বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার উত্স ডিএক্স কর্নারের সভাপতি এইচ.এম. তারেক জানতে চেয়েছেন, 'চীনে কি বৃক্ষমেলা অনুষ্ঠিত হয় এবং চীনে ফাঁসি দেয়ার রেওয়াজ আছে কিনা?' হ্যাঁ বন্ধু জেনে নিন আপনার প্রশ্নের জবাব, চীনে বৃক্ষ উত্সব আছে। প্রতি বছর ১২ মার্চ এ উত্সব উদযাপিত হয়। আর চীনে ফাঁসি দেয়ার রেওয়াজ নেই তবে মুত্যুদন্ড আছে এবং তা কার্যকর হয় গুলি করার মাধ্যমে।

বাংলাদেশের গোপালগঞ্জ জেলার লিপন স্মৃতি রেডিও লিসনার্স ক্লাবের রেজা মামুন ভুঁইয়া জানতে চেয়েছেন, 'চীনে শিশু পার্ক আছে কিনা?' হ্যাঁ চীনে বহু সংখ্যক শিশু পার্ক রয়েছে। আসলে চীন সরকার দেশের জনগণের স্বাস্থ্যের প্রতি অত্যন্ত গুরুত্ব দেয়। বৃহত্ শিশু পার্কগুলোর পাশাপাশি প্রায় প্রতিটি বসতি এলাকায় ছোট ছোট শিশু পার্কও রয়েছে।

ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার ইন্টারন্যাশনাল মিতালি লিসনার্স ক্লাবের হাফিজুর রহমান জানতে চেয়েছেন, 'চীনের মেয়েরা কি ধরণের পোষাক পরেন? তারা কি হাতে মেহেদি এবং কপালে টিপ পরতে পছন্দ করেন?' আপনার প্রশ্নের জবাব হলো, চীনা মেয়েরা আধুনিক পোষাক পরেন। এগুলোর মধ্য রয়েছে প্যান্ট, শার্ট, স্কার্ট ইত্যাদি। এখন দক্ষিণ এশিয়ার শাড়ি ও চুড়িও চীনে জনপ্রিয় হচ্ছে। কিন্তু মেহেদি ও টিপ চীনা মেয়েরা ব্যবহার করেন না। তবে আমার মনে হয়, এগুলো চীনের বাজারে পাওয়া গেলে অবশ্যই তাঁরা পছন্দ করবেন। কারণ চীনা মেয়েরা সব সুন্দর জিনিষই পছন্দ করেন।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040