Web bengali.cri.cn   
আমি খুব খুশি হয়েছি এগুলো পেয়ে
  2010-07-30 14:35:59  cri
বাংলাদেশের ব্রাম্মনবাড়ীয়া জেলার প্রসতি বেতার শ্রোতা সংঘের সভাপতি শিকদার ইসহাক আলী লিখেছেন, "আমি বাংলা বিভাগকে ঘনিষ্ঠ বন্ধু মনে করি। কবিতা লেখার জন্য ১৯৮৮ সালে একবার পুরস্কার পেয়েছিলাম। তারপর একাধিক কুইজে অংশ নিয়ে ও পুরস্কার মেলেনি। তবে আশার কথা এই যে, সিআরআই থেকে নানা সময় ভিউকার্ড, ক্যালেন্ডার, এনভেলাপ, স্মারককার্ড, ম্যাগাজিন, বাংলা পত্রিকা, ইত্যাদি পাই। সেজন্য সিআরআইকে আমি ভীষণ ভালবাসি। গত ৫ এপ্রিলে সিআরআই'র একটি পার্সেল পেয়েছি। তাতে ২টি ইনভেলাপ, ২টি ২০১০ সালের ক্যালেন্ডার ও ২টি বাংলা অনুষ্ঠানসূচী এগুলো ছিল। আমি খুব খুশি হয়েছি এগুলো পেয়ে। আশা করি, এমন যোগাযোগ অব্যাহত রাখবেন।" হ্যাঁ বন্ধু ইসহাক আলী আপনার আকাঙ্খা পূর্ণ হবে। আমরা অবশ্যই আপনার এবং আমাদের অন্যান্য শ্রোতার সঙ্গে যোগাযোগ বজায় রাখবো।

ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার অল ইন্ডিয়া সিআরআই লিসনার্স অ্যাসোসিয়েশন ঢাকা কলোনীর সাধারণ সম্পাদক বিধান চন্দ্র শ্যানাল লিখেছেন, "চীন-ভারত কূটনৈতিক সম্পর্কের ৬০তম বার্ষিকী উপলক্ষে চীন আন্তর্জাতিক বেতারের সকল কর্মকর্তা, কলাকুশলীসহ চীনা জনগণকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বিশ্বের বৃহত্তম জনগৌষ্ঠীর দুই দেশের সাংস্কৃতিক ও অর্থনৈতিক মৈত্রীবন্ধন পারস্পরিক সমঝোতাকে ত্বরান্বিত করবে এবং স্বার্থকে রক্ষা করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। কূটনৈতিক সৌহার্দ্য ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে ভারতের রাষ্ট্রপতি প্রতিভা পাতিল চীন সফরে যাচ্ছেন। ভারতের রাষ্ট্রপতির চীন সফল সেদিক দিয়ে যথেষ্ট তাত্পর্যপূর্ণ। আমরা আশা করি, চীন আন্তর্জাতিক বেতার ভারতের রাষ্ট্রপতির চীন সফরকে অনুষ্ঠান মালায় তুলে ধরার চেষ্টা করবে। চীনের সঙ্গে ভারতের সম্পর্ক অনেক দিনের। সম্প্রতি কূটনৈতিক স্তরে আলোচিত হয়েছে অনেকগুগলো জরুরি বিষয়। যদিও কিছু অপ্রাপ্তি থেকেই যাচ্ছে, তা সত্ত্বেও চীন-ভারত মৈত্রী এশিয়াসহ বিশ্বের শান্তি, সৌহার্দ্য ও অর্থনৈতিক বিকাশের জন্য সহায়ক ও স্বস্তিদায়ক। ভারতের প্রতিবেশী দেশগুলোতে চীনের অর্থনৈতিক প্রভাব যে জোরালো, তা অবিদিত নয়। পাশাপাশি ভারতের অর্থনৈতিক বিকাশকেও অস্বীকার করা যাবে না। তাই দু'দেশের রাষ্ট্রনেতাদের উচিত বিনিয়োগের সব রকম পথ খোলা রাখা এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো জোরদার করার চেষ্টা করা। চীনকে জানার ও বোঝার ক্ষেত্রে আমাদের সহজ মাধ্যম চীন আন্তর্জাতিক বেতার। আজ তো পত্রেপুষ্পে পল্লবিত হয়ে চীন আন্তর্জাতিক বেতার তার অনুষ্ঠানমালার মাধ্যমে প্রতিদিন মোহিত করছে আমাদেরকে। আমাদের দৃঢ় বিশ্বাস যতদিন যাবে ততই এর শ্রীবৃদ্ধি ঘটবে। চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান এখন অনেক সংহত। এ বিভাগের বিশেষত্ব এবং সার্থকতা বিভাগের ব্রতকর্মীদের সংহতি ও একান্নবর্তিতার পারমিতায়। শ্রোতাদের মতামত ও তাদের চাওয়া-পাওয়াকে বিশেষ গুরুত্ব দেয় এ বেতার। পাশাপাশি চীন আন্তর্জাতিক বেতারের রয়েছে বিশ্ববোধের অঙ্গীকার। এ বেতারকে সারা ভারতে জনপ্রিয় করতে এবং ভারত-চীন মৈত্রীকে সুদৃঢ় করতে গত ২১ ফেব্রুয়ারী আমরা একটি সংগঠন গড়েছি। আমাদের সংগঠনের নাম দিয়েছি অল ইন্ডিয়া সিআরআই লিসনার্স অ্যাসোসিয়েশন। এ পর্যন্ত ১২০জন সদস্য এই সংগঠনের সাথে যুক্ত হয়েছেন। ১১ জনের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।" বন্ধু বিধান চন্দ্র শ্যানাল আপনারা একটি আসাধারণ উদ্যোগ নিয়েছেন। কাজটা অনেক বড়। তবুও আমাদের আশা, আপনারা শতভাগ সফল হবেন এ কর্মযজ্ঞে আর এর মধ্য দিয়ে চীন-ভারত সম্পর্ক আরো দৃঢ় হবে এবং চীনা ও ভারতীয় জনগণের সঙ্গে মৈত্রী আরো জোরদার হবে। এমন একটা উদ্যোগ নেয়ার জন্য আমাদের অন্তরের অন্তর্স্থলের ধন্যবাদ ও অভিনন্দন আপনাদের প্রাপ্য।

ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার রেডিও শ্রোতা সংঘের অজয় কুমার সরকার লিখেছেন, "এখন সিআরআই'র প্রতিদিনের পরিবেশনায় থাকে সাংহাই বিশ্বমেলার কথা। আমাদের মতে, সাংহাই বিশ্বমেলা হবে এক স্মরণীয় মেলা। বিশ্বের মানুষ দীর্ঘদিন মনে রাখবে এ মেলাকে। আমরা সাধারণ শ্রোতা হিসেবে এই বিশ্বমেলার সাক্ষী হয়ে থাকতে চাই সিআরআই'র অনুষ্ঠান শোনার মধ্য দিয়ে। আর সাংহাই বিশ্বমেলার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার জিততে চাই। কিন্তু আপনারা কোন প্রশ্নপত্র এখনো পাঠাননি। তাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারব কিনা জানিনা। আজ যখন অনুষ্ঠান শুনছি তখন খেলাধুলোর প্রথম আসরটি প্রচারিত হচ্ছে। প্রথমে বাংলাদেশ ও ভারতের টি২০ ক্রিকেট নিয়ে আলোচনা শুনলাম। এরপর কুয়াংচৌ এশিয়ান গেমস সম্পর্কে বলা হলো। ভাল লাগল পরিবেশনাটি। "আমি আর সিআরআই'র বাংলা অনুষ্ঠান" রচনা প্রতিযোগিতায় আমাকে দ্বিতীয় পুরস্কারে সম্মানিত করা হয়েছে। সেজন্য আমি গর্বিত। ধন্যবাদ সিআরআই'র বাংলা বিভাগকে। পুরস্কারটি এখনো অবধি আমার হাতে পৌঁছায়নি। আশা করি তা পেয়ে যাব যথাসময়ে। আমাদের ক্লাব সব সময় আপনাদের সাথে আছে।" বন্ধু অজয় কুমার সরকার, সাংহাই বিশ্বমেলা সম্পর্কে জ্ঞান যাচাই প্রতিযোগিতার প্রশ্নপত্র আমরা আপনাদেরকে পাঠাচ্ছি। তবে আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট থেকেও এ প্রতিযোগিতার প্রশ্নপত্র এবং সংশ্লিষ্ট রচনা ডাউনলোড করে নিতে পারেন এবং অংশ নিতে পারেন এ প্রতিযোগিতায়। আমাদের অনেক শ্রোতা এ ওয়েবসাইট থেকে তথ্য ও প্রশ্নপত্র নিয়ে ইতোমধ্যেই প্রতিযোগিতায় অংশ নিতে শুরু করেছেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা হলো https://bengali.cri.cn/। "আমি আর সিআরআই'র বাংলা অনুষ্ঠান" শীর্ষক রচনা প্রতিযোগিতার সব বিজয়ী শ্রোতার ঠিকানাতেই পুরস্কার পাঠিয়েছি আমরা। আশা করি, আপনারা শিগগির পেয়ে যাবেন সেগুলো।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040