Web bengali.cri.cn   
শ্রোতাদের প্রধান চাওয়ার একটি হলো অনুষ্ঠানের সময় বৃদ্ধি করা
  2010-08-02 14:47:34  cri
বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার অম্বেষা বেতার শ্রোতা সংঘের সভাপতি আশরাফুল ইসলাম তাঁর চিঠিতে লিখেছেন, সিআরআই বাংলা বিভাগ আমাদের হৃদয়ের বন্দরে যেভাবে নোঙর ফেলেছে তা সত্যিই অবিশ্বাস্য। শ্রোতাদের প্রধান চাওয়ার একটি হলো অনুষ্ঠানের সময় বৃদ্ধি করা। মাত্র এক ঘন্টা সময়ে সিআরআই'র মতো একটি জনপ্রিয় গণমাধ্যমে ঘটনা বহুল বিশ্ব ও দক্ষিণ এশিয়ার ঘটনাবলী বিস্তারিত পরিবেশন করা মোটেও সম্ভব নয়। এখন যে সংবাদ ও সংবাদ ভিত্তিক অনুষ্ঠানগুলো প্রচার হচ্ছে তা এতোটাই সংকোচন করে পরিবেশন করা হচ্ছে যে মাঝে মাঝে তার মর্মার্থই উপলব্ধি করা যায় না। আমরা যারা সিআরআই'র নিরপেক্ষতাকে সম্মান করি তারা নিশ্চয় আরও বেশি কিছু আশা করি সিআরআই'র কাছ থেকে। নতুন প্রান্তিকে প্রচারিত সিআরআই'র অনুষ্ঠান পরিকল্পনায় কিছু রদবদল ঘটায় আমরা সীমাহীন খুশি। তবে আমরা চাই অন্তত সিআরআই বাংলা অনুষ্ঠানের মোট চারটি অধিবেশনের অন্তত দু'টি অধিবেশন পুনঃপ্রচার ছাড়া নতুন নতুন আয়োজনের সাজানো হোক। বিশ্বের বিভিন্ন ভাষায় কথা বলা মানুষের সংখ্যার বিচারে বাংলা ভাষা হচ্ছে ষষ্ঠ বৃহত্তম ভাষা। বর্তমাএ প্রায় ১৮ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলেন। যার মাধ্যে প্রায় সাড়ে তের কোটি মানুষের বসবাস বাংলাদেশে। সবচেয়ে দুঃখের কথা হচ্ছে এই সাড়ে তের কোটি মানুষের একটা প্রধান অংশই খবরের জন্য রেডিও'র উপর নির্ভশীল যাদের হাতে খবরের কাগজ পেঁছে না এবং ইন্টারনেট সুবিধা থেকে আঞ্চিত। আরো একটি কথা হচ্ছে জাতিগতভাবে অশিক্ষা ও দারিদ্রতা বেশি থাকায় খবরও জন্মে এখানেই বেশি। কিন্তু সেই সব খবর আমরা যেভাবে সিআরআই থেকে শুনতে চাই সেভাবে আমাদের প্রত্যাশা পূরণ করতে পারছে না সিআরআই। ঢাকার সংবাদদাতার কন্ঠে আমরা যে সংবাদটুকু পাই, তা প্রত্যাশার চেয়ে খুবই অপ্রতুল। আমার মনে হয়, একটি পরিপূর্ণ স্বাধীন দেশ ও জাতিগতভাবে অনেক গুরুত্বপূর্ণ সংবাদ বাংলাদেশে থাকলেও শুধু ভারসাম্য বজায় রাখার স্বার্থ সেগুলো সিআরআই'র বাংলা অনুষ্ঠানে ঠাঁই পাচ্ছে না। সিআরআই'র আজকেএর এই সাফল্য ও শ্রোতাপ্রিয়তা অর্জন তার নিরপেক্ষতা ও আন্তরিক প্রয়াসের কারণেই। আমরা সিআরআই'র কাছে সময়ের সঙ্গে সংগতিপূর্ণ, শ্রোতা উপযোগি এবং গুরুত্বপূর্ণ বিশ্ব পরিস্থিতির সংবাদ, রিপোর্ট বা বিশ্লেষণ, চীনা ইতিহাস-ঐতিহ্য, শিল্প-সংস্কৃতির পাশাপাশি বাংলাদেশেরও অনুরূপ বিষয়ভিত্তিক পরিবেশনা চাই। এবং সেজন্য অবশ্যই বাংলাদেশে একটি ব্যুরো অফিস খোলার বিনীত অনুরোধ করছি। সিআরআই ওয়েবসাইট বাংলাভাষায় সবচেয়ে শিক্ষণীয় ও আকর্ষনীয় ওয়েবসাইট। সিআরআই ওয়েবসাইটে মাঝে একটি মাসিক কুইজ প্রতিযোগিতা চালু করা হলেও কয়েক মাস পর সেটি বন্ধ করে দেয়া হয়। আপনারা জেনে অবশ্যই খুশি হবেন যে, আমাদের এলাকাসহ অনেক জায়গাতেই এখন সিআরআই ওয়েবসাইট চীন তথা বিশ্ব সম্পর্কে জানার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় মাধ্যমে পরিণত হয়েছে। তাই ওয়েবসাইটটির অব্যাহত জনপ্রিয়তা ধরে রাখতে প্রতিযোগিতাটি পুনরায় চালুর অনুরোধ করছি। আমার বিশ্বাস সিআরআই কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে ভেবে দেখবেন। আশরাফুল ইসলাম, আপনাকে আমাদের অনুষ্ঠান ও ওয়েবসাইটের প্রশংসা করার জন্য ধন্যবাদ জানাই। আপনাদের উত্সাহ পেয়ে আমরা অবশ্যই আরো সুন্দর ও সহায়ক অনুষ্ঠান ও ওয়েবসাইট তৈরী করার চেষ্টা করবো। আশা করি, আমাদের অনুষ্ঠান ও ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আনন্দন ও সহায়ক তথ্য পাবেন।
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040