Web bengali.cri.cn   
সিআরআই আমাকে অনেক কিছু দিয়েছে এবং সেই দেবার যাত্রাপথ এখনো অব্যাহত রয়েছে।
  2010-09-03 14:30:47  cri
ভারতের পশ্চিমবঙ্গের ইন্টারন্যাশনাল মিতালি লিসনার্স ক্লাবের হাফিজুর রহমান তাঁর চিঠিতে লিখেছেন, আমার প্রিয় বেতার সিআরআই'র বাংলা বিভাগের সাথে আমার পথ চলা দীর্ঘ দিনের। সিআরআই আমাকে অনেক কিছু দিয়েছে এবং সেই দেবার যাত্রাপথ এখনো অব্যাহত রয়েছে। মানুষের জানার শেষ নেই, শেখারও শেষ নেই। সিআরআই'র অনুষ্ঠান শুনে একটা কথা সত্যিই বুঝতে পেরেছি আমাদের শেখার বা জানার শেষ নেই। চীন দেশকে জানতে, চীনের মানুষদের জানতে সেখানকার ধর্ম, সংস্কৃতি, সমাজ, বিজ্ঞান সম্বন্ধে জানতে চীন আন্তর্জাতিক বেতারের কোন তুলনা হয় না। আমি মুগ্ধ হয়ে আপনাদের সব অনুষ্ঠান শুনি। সিআরআই বাংলা বিভাগ থেকে প্রচারিত চীনের সংবাদ, বিশ্ব সংবাদ এবং প্রতিবেদনগুলি অত্যন্ত তরতাজা এবং বস্তুনিষ্ঠ। ভীষণ ভাল লাগে। সাপ্তাহিক অনুষ্ঠান গুলি দারুণ আকর্ষণীয় ও তথ্যপূর্ণ। শ্রোতা সন্ধ্যা, চলুন বেড়িয়ে আসি, মুক্ত মন মুক্ত চিন্তা, ভিন দেশীর চোখে চীন, দক্ষিণ এশিয়ার ঘটনা প্রবাহ, অর্থনীতির অগ্রগতি, সংস্কৃতি সম্ভার অনুষ্ঠানগুলি সত্যিই অনবদ্য। ভীষণ ভীষণভাবে উপভোগ করি। সময়োপযোগী ও আকর্ষণীয় অনুষ্ঠান উপহার দেবার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

হাফিজুর রহমান, আপনার চিঠি সবসময়ই আমাদের উত্সাহিত করে। আমাদের নিয়মিত চিঠি লেখেন এজন্য আমরা আনন্দিত। আশা করি, আপনার সহযোগিতা আমাদের অনুষ্ঠানের মানকে আরো বাড়াতে সাহায্য করবে।

আমাদের পুরানো বন্ধু বাংলাদেশের ঢাকার লুত্ফর রহমান তাঁর ইমেলে লিখেছেন, সেদিনের শ্রোতাসন্ধ্যা অনুষ্ঠানে এক শ্রোতা অনুরোধ করেছিলেন, লতা মুঙ্গেশকরের 'আমি যে কে তোমার' গানটি প্রচার করার জন্য। কিন্তু সেই গানটি আপনাদের কাছে ছিল না। অনেক সুন্দর এই গানটি তাই পাঠিয়ে দিলাম। আশা করি, আপনারা শুনবেন এবং ভালো লাগবে বলেই বিশ্বাস। লুত্ফর রহমান আপনাকে ধন্যবাদ জানাবো আপনার পাঠানো গানটি এখন শুনিয়ে। কি সবাই খুশিতো?

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040