Web bengali.cri.cn   
চীনে কত চীনা ইন্টারনেট ব্যবহার করেন?
  2010-09-20 12:44:32  cri
ভারতের পশ্চিমবঙ্গের বর্দমান জেলার রেডিও শ্রোতা সংঘের অজয় কুমার সরকার তিনটি প্রশ্ন করেছেন। তাঁর প্রথম প্রশ্ন হচ্ছে, চীনে কত চীনা ইন্টারনেট ব্যবহার করেন? আপনার প্রশ্নের জবাব হচ্ছে, গত জুন মাস পর্যন্ত চীনের ১৩০কোটি নাগরিকদের মধ্যে ৪২কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে। মোবাইলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারের লোকসংখ্যা ২৭কোটি ৭০লাখ হয়েছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, চীনে এফ,এম,রেডিওতে কিকি ধরণের অনুষ্ঠান প্রচারিত হয়? আপনার প্রশ্নের জবাব হচ্ছে, চীনে এফ,এম,রেডিওতে আমাদের অনুষ্ঠানের চেয়ে আরো বেশি সমৃদ্ধ। অবশ্যই দেশি-বিদেশী সাংবাদ রয়েছে, প্রতিবেদন রয়েছে, নানা ক্ষেত্রের অনুষ্ঠান রয়েছে। কিন্তু এফএম রেডিও প্রচারণের পদ্ধতি ভিন্ন। যেমন দু'জন এক বিষয় নিয়ে আলোচনার অনুষ্ঠান খুবই জনপ্রিয়। উপস্থাপিক আলোচনার পাশাপাশি শ্রোতারা টেলিফোন যোগাযোগ ও এমএসএম'র পদ্ধতিতে তাদের আলোচনায় অংশ নিতে পারেন। সাধারণত চীনে এফএম রেডিও'র অনুষ্ঠান হল সরাসরি সম্প্রচার। সেজন্য শ্রোতারা আরো সরাসরইভাবে অনুষ্ঠানে অংশ নিতে পারেন। তৃতীয় প্রশ্ন হচ্ছে, চীনে যে দৈনিক সংবাদপত্র প্রচারিত হয়, তার মধ্যে সর্বাধিক প্রকাশিত সংবাদ পত্রের নাম কি? আপনার প্রশ্নের জবাব হচ্ছে, চীনের কেন্দ্রীয় সরকার থেকে প্রতি জেলার দৈনিক সংবাদ পত্র প্রকাশিত হয়। কিন্তু ঠিক সংখ্যা খুবই কঠিন বলতে যায়। এর মধ্যে সর্বাধিক প্রকাশিত সংবাদ পত্র হল 'রেফরেন্স নিউজ'(Reference News)। তা হল হল সিনহুয়া প্রকাশলয় প্রকাশ করা।
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040